আম গাছের নিচে অন্ধ, বোবা, খোঁড়া, বধির বসে আছে! বলুন তো আম পড়লে কে আগে তুলবে

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান (General Knowledge) থাকা খুবই জরুরি। এ জন্য শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বই কিনে থাকে। কিন্তু আজকের যুগটি ডিজিটাল, তাই এই প্রতিবেদনের মাধ্যমে আজ আমরা এমন কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব যা আগামী দিনে আপনার জিকে আরও ভালো করে দিতে পারবে বৈকি।

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কোথাও ইন্টারভিউ (Interview) দিতে যান তখন নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাকে সাধারণ জ্ঞান বা জিকে-র প্রশ্ন করা হয়। এই জিকে-র প্রশ্ন করে প্রার্থীদের দক্ষতা পরিমাপ করা হয়। আপনিও শুনে থাকবেন নিশ্চয়ই যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, ফলে আপনিও যদি একটি ভালো চাকরি পেতে চান তাহলে আসুন দেখে নেওয়া যাক কিছু প্রশ্ন ও তার উত্তর।

প্রশ্ন: শরীরের কোন অংশে ঘাম হয় না?
উত্তর : ঠোঁট।

প্রশ্ন – মানব দেহে ইনসুলিন হরমোন কোথায় পাওয়া যায়?
উত্তর – মানবদেহে ইনসুলিন হরমোন অগ্ন্যাশয়ে পাওয়া যায়।

প্রশ্ন : সূর্যের পারমাণবিক জ্বালানী কি?
উত্তর- সূর্যে পাওয়া পারমাণবিক জ্বালানী হাইড্রোজেন।

প্রশ্ন: স্যান্ডার্সকে কে হত্যা করেছিল?
উত্তর- ভগৎ সিং।

প্রশ্ন: ভাস্কো দা গামা কখন ভারতে এসেছিলেন?
উত্তরঃ ১৪৯৮ খ্রিস্টাব্দ ।

প্রশ্ন: ভাস্কো দা গামা কোথা থেকে এসেছিলেন?
উত্তরঃ পর্তুগাল।

প্রশ্ন: লাল মাটি কেন লাল হয়?
উত্তরঃ আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে

প্রশ্ন: রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে পরবর্তী কার্যভার কার কাছে যায়?
উত্তর: উপ রাষ্ট্রপতি।

প্রশ্ন: দূরবীনের আবিষ্কার কে করেছিলেন?
উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি।

প্রশ্ন : আচ্ছা ভাবুন তো, আমগাছের নিচে অন্ধ, বোবা, খোঁড়া ও বধির বসে রয়েছে, যদি আম পড়ে কে প্রথমে তুলবে?
উত্তরঃ যখন একটি আম পড়ে তখন ‘বোবা’ প্রথমে তা তুলে নেবে, কারণ অন্ধ দেখতে পাবে না, খোঁড়া হাঁটতে পারবে না এবং বধির আম পড়ার শব্দ শুনতে পাবে না।