বলুন তো, ছেলেদের কোন জিনিসের উপর বসে মেয়েরা মজা নেয়! উত্তর জানলে অবাক হবেন

UPSC পরীক্ষাটি ভারতের (India) সেরা পরীক্ষা হিসাবে বিবেচিত হয়। এই পরীক্ষা ইন্টারভিউয়ের (Interview) কারণেও শিরোনামে থাকে। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS বা IPS হওয়া প্রত্যেক পড়ুয়ার স্বপ্ন। যারা মনেপ্রাণে কঠোর পরিশ্রম করে, তারাই তাদের লক্ষ্য অর্জন করে। তবে IAS বা IPS অথবা যেকোনোও চাকরির পরীক্ষার ক্ষেত্রে লেখার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও। আর এই ইন্টারভিউ রাউন্ডে সহজ কিন্তু নার্ভাসনেসের কারণে মানুষ প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়ে পড়ে।
ইন্টারভিউয়ের সময় যে প্রশ্নগুলো করা হয় সেগুলো খুবই সহজ ও সরল যেগুলো দৈনন্দিন জীবনেও ব্যবহার করা হয়। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য এমন 10টি প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছি, যা আপনাদের ইন্টারভিউ রাউন্ডে জিজ্ঞাসা করা হতে পারে।
1. প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
উত্তরঃ হোমা পাখী।
2. প্রশ্ন: আপনি কি বুধবার, শুক্রবার বা রবিবার ব্যবহার না করে পরপর তিন দিন বলতে পারেন?
উত্তর: গতকাল, আজ এবং আগামীকাল।
3. প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ু ও পাঞ্জাব।
4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।
5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তরঃ শরৎকালে।
6. প্রশ্ন: ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তর:- আন্না রমজান মালহোত্রা।
7. প্রশ্ন: কী এমন জিনিস আছে যা ঘুমানোর সাথে সাথে পড়ে যায় এবং ঘুম থেকে উঠলে উঠে যায় ?
উত্তরঃ চোখের পাতা।
8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??
উত্তর: ধূমপান দণ্ড।
9. প্রশ্নঃ যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে?
উত্তরঃ তারিখ।
10. প্রশ্নঃ ছেলেদের কোন জিনিসের উপর বসে মেয়েরা মজা নেয়?
উত্তরঃ বাইকে কিংবা গাড়িতে বসে। (বিভ্রান্ত করার জন্যই এই ধরনের প্রশ্ন করা হয়)