সবারই পছন্দের, বলুন তো কোন মাছকে আমরা ‘ছেলে” বলে ডাকি! উত্তর দিতে ঘাম ছুটবে

একটা ভালো চাকরি পাওয়া মোটেই মুখের কথা নয়। একটা ভালো চাকরি পেতে গেলে যথেষ্ট ঝক্কি পোহাতে হয়। মৌখিক বা লিখিত…যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক চান্সে পাশ করা ভাগ্যের ব্যাপার হয়। আপনিও যদি ফ্রেশার হয়ে থাকেন এবং চাকরির ইন্টারভিউয়ের (Interview) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য শুধুমাত্র রইল এই প্রতিবেদনটি।

আপনি যদি কোনও বড় কোম্পানিতে চাকরির পরীক্ষা দিতে যাবেন বলে ঠিক করে থাকেন তাহলে আগে থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আগে থেকে প্রস্তুতি না নিয়ে গিয়ে সেখানে বোকার মতো চুপ করে বসে থাকাটা মোটেই কাম্য নয় আপনার। কেমন প্রশ্ন আপনাকে করা হতে পারে তা আগে থেকে কিছুটা আন্দাজা আপনি আজ এই প্রতিবেদনের মধ্যে থেকে পেয়ে যাবেন। তাহলে আসুন আর দেরী না করে ইন্টারভিউতে করা কিছু প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জেনে নিন। কীভাবে সহজেই ইন্টারভিউ ক্র্যাক করবেন জানুন।

প্রশ্নঃ ভারতে হিন্দি দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ১৪ সেপ্টেম্বর

প্রশ্ন: ‘ওয়েলথ অব নেশনস’ বইয়ের লেখক কে?
উত্তরঃ অ্যাডাম স্মিথ ।

প্রশ্ন: কোন দেশে শিশুর জন্ম হয় না?
উত্তরঃ ভ্যাটিকান সিটিতে।

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।

প্রশ্ন: কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়?
উত্তরঃ সুইজারল্যান্ডকে।

প্রশ্ন: বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চল কোন মহাসাগরে অবস্থিত?
উত্তরঃ আটলান্টিক।

প্রশ্ন: নিচের কোন দেশকে থান্ডারবোল্টের দেশ বলা হয়?
উত্তরঃ ভুটানকে।

প্রশ্নঃ বলুন তো, কোন মাছকে আমরা সবসময় ছেলে হিসাবে ডেকে থাকি?
উত্তরঃ খোকা ইলিশকে।