বলুন তো, কোথায় মেয়েদের চুল কোঁকরা হয়! উত্তর জানলে মাথা ঘুরিয়ে পড়ে যাবেন

ইন্টারভিউ (Interview) যে কোনো চাকরি (Job) পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ। এমনকি আপনি যদি চাকরি পাওয়ার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তবে আপনাকে শেষ সাক্ষাৎকার দিতে হবে। ইন্টারভিউতে প্রার্থীকে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

   

রেল, ব্যাঙ্ক সহ অন্যান্য যে কোনও চাকরির ক্ষেত্রে প্রার্থীদের নানান ধরনের প্রশ্ন করা হয়। কখনও সোজা তো আবার কখনও একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়। অনেক সময়েই দেখা গিয়েছে, চাকরি প্রার্থীদের মনের উপস্থিতি পরীক্ষা করার জন্য সহজ প্রশ্নগুলিও ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করা হয়। অনেকেই আছেন যারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে দেন। আবার অনেকেই আছেন যারা সহজ প্রশ্নেরও উত্তর ভ্যাবা চ্যাকা খেয়ে ভুল উত্তর দিয়ে বসেন। আপনিও যদি না চান যে এরকম আপনার সঙ্গে ঘটুক তাহলে সময় থাকতে প্রস্তুত হয়ে যান।

প্রশ্ন।  কোন দেশে সবচেয়ে কঠোর আইন আছে?
উত্তর : সৌদি আরব

প্রশ্ন। কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে?
উত্তর : হাতি

প্রশ্ন। ৩৬ বছরে একবার কোন ফুল ফোটে?
উত্তর – নাগপুষ্পের।

প্রশ্ন। স্বাধীনতার পর ভারতের সাধারণ নির্বাচন কবে শুরু হয়?
উত্তর : ১৯৫৭

প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বড় স্কুল কোথায় আছে?
উত্তর : ভারতে

প্রশ্ন। কোন দেশে নীল ডিম দেওয়া মুরগি পাওয়া যায়?
উত্তর : চিলি।

প্রশ্ন। পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি চাষ করা হয়?
উত্তর -আলু

প্রশ্ন। মানুষের চোখের ওজন কত?
উত্তর : ৮ গ্রাম

প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক চিকিৎসক রয়েছে কোন দেশে?
উত্তর –  ভারত

প্রশ্ন।  কোন জীব জলে বাস করে কিন্তু জল পান করে না?
উত্তর –   ব্যাঙ

প্রশ্ন। বলুন তো, কোথায় মেয়েদের চুল কোঁকরা হয়?
উত্তর- আফ্রিকায়