২০২৩ সালের বিশ্বকাপ (Cricket World Cup) শেষ হওয়ার পর টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে আইসিসি (International Cricket Council)। এই দলে বিশেষ বিষয় হল এগারো জন মূল খেলোয়াড়ের মধ্যে ছয়জন ভারতীয় জায়গা পেয়েছেন। এ ছাড়া এই দলের অধিনায়কত্বও রোহিত শর্মার (Rohit Sharma) হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের মাত্র দু’জন খেলোয়াড় রয়েছেন টুর্নামেন্টের সেরা দলে।
ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia) ছাড়া নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন বিশ্বকাপ ২০২৩ এর সেরা দলে। টুর্নামেন্টের বাছাই করা একাদশে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে, কেএল রাহুল ও বিরাট কোহলিকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া বোলিংয়ে জায়গা পেয়েছেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের জন্য এটি একটি বড় নজির যে ১১ জনের মধ্যে তাদের ছয়জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে।
দেখে নিন আইসিসির বিচারে টুর্নামেন্টের সেরা দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, অ্যাডাম জাম্পা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, দিলশান মধুশাঙ্কা, জেরাল্ড কোয়েটজে (দ্বাদশ খেলোয়াড়)।
২০১৩ সালের পর থেকে ধারাবাহিকভাবে ভারত আইসিসি একাধিক শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে। ২০১১ সালের পর ভারতের বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি দল। এবারের বিশ্বকাপে অনেকে ধরেই নিয়েছিলেন ভারত চ্যাম্পিয়ন হবে। শেষে তীরে এসে তরী ডুবি। কিন্তু দুর্ভাগ্যবশত রোহিত শর্মার নেতৃত্বাধীন এই দল ফাইনাল পর্যন্ত অপরাজিত থাকলেও ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায়। ভারতের এই পরাজয়ের পর ভেঙে গেল আরেকটি আইসিসি শিরোপা জয়ের স্বপ্ন। ২০০৩ সালেও ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।