কেমন হবে গেরুয়া বন্দে ভারতের অন্দরসজ্জা? রূপ দেখে ধাঁধিয়ে যাবে চোখ! ছবি প্রকাশ্যে আনল রেল

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালিয়ে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। আরও নতুন নতুন রুটে, কীভাবে আরও ভালো ভাবে যাত্রীদের পরিষেবা দেওয়া যায় সেইদিকে মনোনিবেশ করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। এদিকে নীল সাদা বন্দে ভারতের পাশাপাশি কমলা রঙের নতুন বন্দে ভারত ট্রেনও রেলওয়ে ট্র্যাকে চালাতে শুরু করেছে রেল। যদিও এর রুট সম্পর্কে বা কবে সাধারণ মানুষ এই ট্রেনে উঠতে পারবেন সেই নিয়ে কিছু জানা যায়নি। এরই মাঝে ফের দেশবাসীকে চমকে দিল রেল।

প্রকাশ্যে এল নতুন বন্দে ভারতের অন্দরসজ্জার কিছু ছবি। যা দেখে মানুষে উৎসাহ চরমে উঠেছে। সকলেই চাইছেন একবার হলেও এরকম হাইক্লাস ট্রেনে উঠতে। এই নতুন আট কোচের বন্দে ভারত ট্রেনগুলি হবে উজ্জ্বল কমলা রঙের। এতে থাকবে অপগ্রেডেট আসন তাও রেকলাইনিং অ্যাঙ্গেলের। এছাড়া থাকবে মোবাইল চার্জিং সংযোগের সহজ অ্যাক্সেস।

367497481 1032876397711285 8844080730672862815 n

এই ট্রেনে যাত্রীরা উন্নত টয়লেট, আলোকসজ্জা, রিডিং ল্যাম্প যা যাত্রীদের যাত্রাকে আরো সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে। এক রিপোর্ট অনুসারে, নতুন বন্দে ভারত ট্রেনে ড্রাইভিং ট্রেলার কোচগুলিতে হুইলচেয়ার সংযুক্ত করার জন্য হুক এবং একটি অ্যান্টি-ক্লাইম্বিং সিস্টেম রয়েছে যা বিশেষ প্রয়োজনীয়তা যুক্ত যাত্রীদের সুরক্ষা বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

367392460 1032876427711282 2298666391293528695 n

নতুন বন্দে ভারত ট্রেনে শুধু রঙই দেওয়া হয়নি, অনেক নতুন পরিবর্তনও আনা হয়েছে। নতুন ট্রেনগুলিতে অনেক গুলি নতুন সুরক্ষা এবং প্রযুক্তি বর্ধন বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে। পুরানো নীল বন্দে ভারতের তুলনায় কমলা বন্দে ভারত ট্রেনগুলিতে ২৫ টি নতুন পরিবর্তন এবং সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।