আপনিও কি পশ্চিমবঙ্গে (West Bengal) থাকেন? আপনিও কি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন? তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুখবর। একদিকে যখন দুর্গাপুজোর আবহে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার নিজেদের কর্মীদের বোনাস, ডিএ-র (Dearness allowance) ব্যবস্থা করছে তখন আরও এক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)।
বিশেষ করে যারা স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য উপহারের ডালি খুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। প্রায় চার থেকে পাঁচ বছর ধরে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) অধীনে নিযুক্ত চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা তাদের পারিশ্রমিক ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। চলতি বছরের মার্চ মাসে কেন্দ্র এই দাবি অনুমোদন করলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।
এদিকে কার্যত সেই পথেই এগিয়ে যাওয়ার চেষ্টা করল বাংলার সরকার। জানা যাচ্ছে, রাজ্য সরকারের এক সিদ্ধাতের কারণে উপকৃত হবেন ২২ হাজার মানুষ। জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় কাজ করা সমস্ত কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া জোরকদমে শুরু করল রাজ্য সরকার। এক সরকারী হিসেব বলছে, স্বাস্থ্য দফতরের অধীনে এই প্রকল্পে ২২ হাজারের বেশি কর্মী রয়েছেন। এদের মধ্যে অস্থায়ী চিকিৎসক, আধিকারিক ও বহু স্বাস্থ্য কর্মীরা রয়েছেন। এবার তাঁদের কথা ভাবনা চিন্তা করে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতার কর্মীদের সঙ্গে তাঁদের পরিবারকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল।
সম্প্রতি আয়ূষ মেডিক্যাল অফিসার্স আরবিএসকে অ্যাসোসিয়েশন-সহ প্রকল্পের একাধিক কর্মী ও চিকিৎসক সংগঠন একটি জোরালো দাবি তুলেছিল। তাঁদের মতে, অস্থায়ী কর্মীদের কারও কারও দুর্ঘটনা ও অসুখ-বিসুখজনিত কারণে মৃত্যু হচ্ছে। কিছু ক্ষেত্রে অঙ্গহানীর ঘটনাও ঘটছে। কিন্তু তাঁরা সামাজিক সরক্ষা প্রকল্পের আওতায় থাকলেও কোনও ধরনের সাহায্য পাচ্ছিলেন না। ফলে এসব কথা ভাবনা চিন্তা করে এবার বড় পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে চলেছে সরকার বলে মনে করা হচ্ছে।