বন্দে ভারত, তেজস অতীত! ট্রাকে ছুটল ভারতের সর্বোচ্চ গতির ট্রেন! কত স্পিড উঠল জানলে অবাক হবেন

দেশে রেলের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি যাত্রী যাতায়াত করেন। ভ্রমণের সময় যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না, তার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেই চলেছে সরকার থেকে শুরু করে ভারতীয় রেল (Indian Railways)। সেইসঙ্গে ভারতীয় রেলকে আরও ভালো পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায় তা নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছে সরকার। তারই ফলশ্রুতি হিসেবে রেলওয়ে ট্র্যাকে ছুটল ভারতের সর্বোচ্চ গতির ট্রেন। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৬০ কিমি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

এটি বন্দে ভারত বা তেজস না কিন্তু, আবার বুলেট ট্রেনও না কিন্তু। এই ট্রেনের নাম কী তা জানতে আপনারও নিশ্চয়ই কৌতূহল হচ্ছে? তাহলে পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। আপনিও যদি দিল্লি-এনসিআর-এ বসবাসকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। দেশের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম (Regional Rapid Transit System) করিডোর তৈরি হচ্ছে দিল্লি ও মীরাটের মধ্যে। সাহিবাবাদ থেকে দুহাই পর্যন্ত এর অগ্রাধিকার বিভাগটি প্রস্তুত এবং এটিতেই Rapid X ট্রেনের ট্রায়াল রান করানো হল।

rapid 1 rail

সাহিবাবাদ থেকে দুহাই ডিপোর দূরত্ব প্রায় ১৭। আর এই ১৭ কিমি দূরত্ব পার করতে Rapid X ট্রেনের সময় লেগেছে মাত্র ১২ মিনিট। আর এটিই হল এখনও অবধি দেশের দ্রুততম ট্রেন। RRTS-র সাহিবাবাদ-দুহাই বিভাগটি শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ একটি নয়, তিন তিনটি লাইট লাগানো থাকে রেলের ইঞ্জিনে! কারণ কী? ফাঁস হল রহস্য

ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খালি ট্রেনের ট্রায়াল রান চলছে। ট্রেনটি প্রতি ১৫ মিনিটে চালানো হচ্ছে, যাতে এর প্রযুক্তিগত সমস্যাগুলি পরীক্ষা করা যায়। প্রকল্পটি ২০২৫ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে। দিল্লি-গাজিয়াবাদ-মীরাট করিডোরের দৈর্ঘ্য ৮২ কিলোমিটার। সর্বোচ্চ গতির সঙ্গে Rapid X দিল্লি থেকে মীরাটের দূরত্ব ৬০ মিনিটে অতিক্রম করবে। দিল্লি-মীরাট ছাড়াও দিল্লি-গুরুগ্রাম-এসএনবি-আলওয়ার এবং দিল্লি-পানিপথে আরআরটিএস তৈরির পরিকল্পনা রয়েছে।