আসছে ব্যাপক পরিবর্তন, রেল পরিষেবা উন্নত করতে এগিয়ে এল ISRO! উপকৃত হবেন যাত্রীরা

দেশের রেল ব্যবস্থার উন্নয়নে এবার হাত মিলিয়েছে ভারতীয় রেল (Indian Railways) এবং ইসরো (Indian Space Research Organisation)। ভারতের (India) গর্ব ইসরো এবার এমনই এক প্রযুক্তিগত সহায়তা করবে যাতে রেলের ট্র্যাকিং ব্যবস্থা আরো নিখুঁত হতে পারে। আর সেই কারণে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) এর সহযোগিতায় ভারতীয় রেল একটি রিয়েল-টাইম ট্র্যাকিং সিস্টেম তৈরি করছে।
নতুন এই ব্যবস্থা ট্রেনের আগমন এবং প্রস্থানের সময় সহ রিয়েল-টাইম আপডেট প্রদান করবে। অত্যাধুনিক এই ব্যবস্থার ফলে একেবারে সঠিক সময় পেয়ে যাবেন যাত্রীরাও। এছাড়া রেলের কন্ট্রোল অফিস অ্যাপ্লিকেশন (সিওএ) সিস্টেমে সেই ট্রেনগুলির কন্ট্রোল চার্টে সেগুলি স্বয়ংক্রিয়ভাবে ধরা যাবে।
ভ্রমণকারীরা এবার রেলের RTIS অ্যাপের সাহায্যে শুধু ট্রেনের অবস্থান নয়, একই সাথে দেখতে পাবেন ট্রেনের গতি, সম্ভাব্য আগমণের সময়। প্রত্যেক ৩০ সেকেন্ড অন্তর RTIS এই আপডেট দেবে। ফলে ট্রেন যাত্রা যাত্রীদের জন্য আরো সুবিধার হতে চলেছে।
ইতিমধ্যেই ২, ৭০০টি লোকোমোটিভে স্থাপন করা হয়েছে এই অত্যাধুনিক যন্ত্র। এবার রেলের লক্ষ্য আগামীতে ৫০ টি লোকোশেডের মাধ্যমে ৬,৫০০ লোকোমোটিভে এই ব্যবস্থা স্থাপন করা। আর রেলকে একেবারে নিখুঁত তথ্য দেওয়ার জন্য ISRO এর ‘স্যাটকম’ স্যাটেলাইট ব্যাবহার হবে।
দেশের সমস্ত ট্রেনে এই সিস্টেম লাগানোর পর ট্রেনের আপডেট পেতে আর অন্য কোথাও সার্চ করার দরকার পড়বে না যাত্রীদের। এছাড়া রিয়েল টাইম আপডেট পেলে সুবিধা হবে রেলব্যাবস্থারও। একইদিকে যেমন রেলের পরিকাঠামো ব্যবস্থার উন্নতি হচ্ছে সেই সাথে ট্রেন, কামরা সহ পুরো রেল সিস্টেমকেই সর্বাধুনিক ব্যবস্থায় পরিণত করতে চাইছে মোদী সরকার।