আর রইল না চিন্তা! পুজোয় শিয়ালদায় ৯ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের, রইল রুট ও সময়সূচী

দেশে বর্তমানে উৎসবের মরশুম চলছে। এই উৎসবের মরসুমে অনেকেই আছেন যারা এই উৎসবের মরসুমে একাধিক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে রয়েছে। ভারতের ভ্রমণের অনেক উপায় রয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন, বিমান ও ট্রেন। তবে বহু মানুষ এমন রয়েছেন যারা বাস বা বিমানের থেকে ট্রেনকেই বেশি মান্যতা দেন। কারণ ট্রেনে ভ্রমণ একদিকে যখন আরামদায়ক হয়, ঠিক তেমনই সস্তার। প্রতিদিন লাখ লাখ মানুষ রেলপথে যাতায়াত করেন। যদিও উৎসবের সময় যাত্রীর সংখ্যা যেন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় এবং রেলের টিকিট কাউন্টারেও দীর্ঘ লাইন লাগতে দেখা যায়।

   

এদিকে উৎসবের আবহে মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেল (Indian Railways) একের পর এক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় প্রতিবছর। এবছরও কিন্তু তাঁর ব্যতিক্রম হল না। আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং গ্রাম থেকে শহরে বা শহর থেকে যদি গ্রামে যেতে চান পুজোর সময়ে তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর। যা আপনার মন ভালো করে দিতে পারে বৈকি।

বিশেষ করে আপনিও যদি শিয়ালদহ (Sealdah) ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল বড় খবর। জানা গিয়েছে, পঞ্চমী অর্থাৎ ১৯ অক্টোবর থেকে শিয়ালদা ডিভিশনে পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মোট ১৮টি দুর্গাপুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে। এই বিষয়ে শিলমোহর দিয়েছে খোদ পূর্ব রেল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমীর রাত থেকে নবমীর রাত পর্যন্ত শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-কল্যাণী শাখা, শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-ডানকুনি শাখা, শিয়ালদা-বারুইপুর শাখা এবং শিয়ালদা-বজবজ শাখায় একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। সবথেকে বেশি পুজো স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা-বারুইপুর শাখায়। তিনটি পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে।

কখন চলবে ট্রেন? দেখে নিন তালিকা: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-রানাঘাট লোকাল পঞ্চমীর দিন থেকে রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। এরপর সেটি রানাঘাটে পৌঁছাবে রাত ২ টো ৩০ মিনিটে। অন্যদিকে রানাঘাট-শিয়ালদা লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। সেটি শিয়ালদহে পৌঁছাবে রাত ১ টা ৪০ মিনিটে। শিয়ালদহ-কল্যাণী লোকাল ট্রেন রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। সেটি কল্যাণীতে পৌঁছাবে রাত ২ টো ৫০ মিনিটে। এরপর শিয়ালদহ-কল্যাণী লোকাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত ২ টো ৩০ মিনিটে। রাত ৩ টে ৫০ মিনিটে কল্যাণীতে পৌঁছাবে।

এরপর কল্যাণী-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে। রাত ১ টা ৩০ মিনিটে পৌঁছাবে শিয়ালদহে। অন্যদিকে আরও একটি ট্রেন কল্যাণী-শিয়ালদা লোকাল কল্যাণী থেকে রাত ৩ টের সময়ে ছাড়বে। এরপর সেটি শিয়ালদহে পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে।

এবার আসা যাক শিয়ালদহ-বনগাঁ রুটে। এই প্রসঙ্গে রেল জানিয়েছে, শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। এরপর এই ট্রেনটি বনগাঁয় পৌঁছাবে রাত ৩ টে ১০ মিনিটে। অন্যদিকে বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। এরপর সেটি রাত ১ টা ৪৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে।

এছাড়া আপনিও যদি ডানকুনির বাসিন্দা হয়ে থাকেন তাহলে রয়েছে জরুরি খবর। পুজোর কটা দিন শিয়ালদহ-ডানকুনি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। এরপর সেটি ডানকুনিতে পৌঁছাবে রাত ১২ টা ১৫ মিনিটে। অন্যদিকে ডানকুনি-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে।

sealdah ac local

শিয়ালদা-বারুইপুর রুটে তিনটি লোকাল ট্রেন চলবে, সেগুলি দুপুর ৩ টে ২০, রাত ১২:৩০ মিনিটে এবং রাত ২:২০ মিনিটে ছাড়বে। অন্যদিকে এই ট্রেনগুলি বারুইপুর থেকে বিকেল ৪ টে ৩৮, রাত ১ টা ২৫ মিনিটে এবং রাত ৩ টে ১০ মিনিটে ছেড়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে।