সুখবর মা তারার ভক্তদের জন্য! কৌষিকী অমাবস্যায় রামপুরহাট পর্যন্ত বিশেষ ট্রেন, সময়সূচী জানাল রেল

ট্রেন ছাড়া মানুষের জীবন অচল। দেশের কোটি কোটি মানুষ রেল (Indian Railways) ব্যবস্থার ওপর চোখ বন্ধ করে ভরসা করেন। রাজ্যের হোক বা দেশ যেকোন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে মানুষের কাছে প্রথম বিকল্প হয় এই ট্রেন ব্যবস্থাই। ট্রেনকে ঘিরে মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে। স্বল্প মূল্যে এবং আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন ছাড়া অন্য কোন বড় বিকল্প হতেই পারে না। যেকোনো বড় কাজ তা সে অফিসের কাজ হোক বা তীর্থযাত্রা, ঘুরতে যাওয়ার জন্য সবকিছুতেই মানুষের প্রথম পছন্দ হয়ে ওঠে রেল ব্যবস্থা। তারাপীঠ (Tarapith) থেকে শুরু করে কেদারনাথ, বদ্রিনাথ বেনারস সহ একাধিক জায়গা ট্রেন পথের সঙ্গে জড়িয়ে আছে। ফলে যারা একটু যাত্রা করতে ভালোবাসেন তাদের কাছে ট্রেন একটা বড় বিষয়।

আপনিও যদি সাম্প্রতিক সময়ে তারাপীঠ (Tarapith) যেতে চান তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আর এই সুখবর দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। সামনে কৌশিকী অমাবস্যা, অনেকেই এই বিশেষ দিনে দেবী কালী তথা তারা মায়ের বিশেষ পুজো করে থাকেন। অনেকেই আছেন যারা বাড়িতে মা তারার আরাধনায় মেতে ওঠেন, আবার অনেকেই আছেন যারা তারাপীঠে ঘুরতে যেতে পছন্দ করেন। আপনিও যদি কৌশিকী অমাবস্যার কথা মাথায় রেখে তারাপীঠে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ ঘোষণা করেছে পূর্ব রেল। গত মাস অব্দি রামপুরহাট (rampurhat) থেকে চাঁদরা পর্যন্ত তৃতীয় লাইনে কাজ চলার জেরে রুটের অধিকাংশ দূরপাল্লার ট্রেন বন্ধ ছিল, ঘুরিয়ে দেওয়া হয়েছিল বহু ট্রেন, এর জেরে চরম সমস্যায় পড়েছিলেন তারাপীঠে ঘুরতে যাওয়া পুণ্যার্থীরা।

যদিও রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল এই সমস্যার দ্রুত সমাধান ঘটবে, আর হলও তাই। এবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের জন্য ৬টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই ট্রেনটি ছাড়বে হাওড়া থেকে, যাবে রামপুরহাট অবধি। আবার এটি সঠিক সময়ে রামপুরহাট থেকে হাওড়া পৌঁছাবে।

tarapith4

পূর্ব রেল জানিয়েছে, কৌশিকী অমাবস্যা উপলক্ষে ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া থেকে ভোর ৫:৪৫ মিনিটে একটি স্পেশাল ট্রেন ছাড়বে। এই ট্রেনটি রামপুরহাট পৌঁছাবে সকাল ৯:৫০ মিনিটে। এরপর সেটি আবার  ১১:০৬ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে দুপুর ৩:০৫ মিনিটে। যদিও এই ট্রেনে কোনওরকম সংরক্ষিত কামরা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রেল।