ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেল স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী! বড় উপহার পেল এই রাজ্য

ভারতের (india) তথা বিশ্বের সবথেকে বড় প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। কর্নাটকে পৌঁছে এই রেল স্টেশনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী। শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনটি ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতিও পেয়েছে। সেখানে অবস্থিত মোট ১.৫ কিমি লম্বা প্ল্যাটফর্মটি বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম।
আপনাদের আরো জানিয়ে রাখি যে, এখানের ৮ নম্বর প্ল্যাটফর্ম তৈরি করতে মোট ২০ কোটি টাকা খরচ হয়েছে। মোট ১৫০৭ মিটার লম্বা সেখানের প্ল্যাটফর্মটি। এই নিয়ে দক্ষিণ পশ্চিম রেলওয়ে দাবী জানিয়েছে যে, হুবলি স্টেশনের প্ল্যাটফর্মটি কেবল দেশের নয়, বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম।
এর আগে দীর্ঘতম প্ল্যাটফর্মের খেতাব ছিল গোরখপুর জংশনের কাছে। সেটি মোট ১৩৬৬.৩৩ মিটার লম্বা। কিন্তু এবার হুবলির কাছে হেরে গিয়েছে গোরখপুর। তৃতীয় স্থানে রয়েছে কেরালার কোল্লাম জংশন। সেটি ১১৮০.৫ মিটার লম্বা। হুব্বলির প্রধান জনসংযোগ আধিকারিক অনীশ হেগডে জানান যে, দীর্ঘতম প্ল্যাটফর্মটি হুবলি ইয়ার্ডের পুনর্গঠনের অংশ হিসাবে নির্মাণ হয়েছিল।
এর আগে হুবলি স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম ছিল। কিন্তু যাত্রীদের ভ্রমণ আরো সুষ্ঠু করে তুলতে বাড়ানো হয় প্ল্যাটফর্মের সংখ্যা। এই স্টেশনে যাত্রীদের জন্য অতিরিক্ত ৩টি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এছাড়া শহরের কেন্দ্রে হওয়ার কারণে ব্যাপক ভিড়ও হতে থাকে সেখানে। তারপরই সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনাদের জানিয়ে দিই যে, এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ৩ দিকে যেতে পারবে। এখানে ১১৫ কোটি টাকা ব্যয় করে ফুল ইয়ার্ড রিমডেলিং করা হয়েছে। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রজেক্ট অবশেষে শেষ হয়েছে। হুবলি ইয়ার্ডে ট্রেনের গতি রাখা হয়েছে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এছাড়া হুবলিতে আসা ট্রেনগুলি সরাসরি প্ল্যাটফর্মেই থামতে পারবে এবার থেকে।