অনলাইন টিকিট বুকিংয়ে আসছে বড় পরিবর্তন, বিশাল সুবিধা পাবেন যাত্রীরা! জানাল খোদ রেল

ভারতীয় যাত্রীদের মধ্যে দূরযাত্রা হোক অথবা সামনে কাছেই কোথাও, ভ্রমণের সেরা মাধ্যম ভারতীয় রেল (Indian Railways)। রেল এখন এর বেশী সুবিধা দিচ্ছে যে, রেলপথে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এখন আর সেরকম কোনো জটিল কাজ নয়। তার সাথে দামও সস্তা হওয়াতে যাত্রীদের প্রথম পছন্দ ভারতীয় রেল।
রেল মন্ত্রক যাত্রীদের সুবিধার স্বার্থে মাঝেমধ্যেই নয়া নিয়ম নিয়ে আসে বা নিজেদের নিয়মে পরিবর্তন করে। বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। যাত্রীর সুবিধার্থে অনেক সময় ট্রেনে বিশেষ ভর্তুকি দেয় রেলওয়ে। এছাড়া ভারতের সবচেয়ে বেশি চাকরী দেওয়ার রেকর্ডও রয়েছে রেলওয়ের কাছেই।
আজ আমরা রেলের নয়া নিয়ম সম্পর্কে জানাবো আপনাদের। ভারতে যাতায়াতের মাধ্যম হিসেবে রেলওয়ে সবসময়ই সর্বোচ্চ মর্যাদা পেয়েছে। আর সেই বিষয়কে মাথায় রেখে যাত্রীদের যাতে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য রেলের পক্ষ থেকেও কিছু সুযোগ-সুবিধার পরিবর্তন ও উন্নয়ন করা হয়। এবার IRCTC টুইট করে টিকিট বুকিংয়ের নয়া নিয়ম জানিয়েছে।
ভারতীয় রেল তাদের পুরো ব্যবস্থাকেই ঢেলে সাজাচ্ছে। আর সেই আপগ্রেডেশন এর অংশ হিসেবে এবার টিকিট বুকিং ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চলেছে। রেলওয়ে জানিয়েছে যে, অনেক সময় যাত্রীদের অনলাইন টিকিট বুকিং করতে অসুবিধায় পড়তে হয়। এবার রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সেই সমস্যাকে দূর করতে চলেছে। এবার আরো জলদি জলদি অনলাইনে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।
এক মিনিটে কতগুলো টিকিট বুক হয় জানেন ?
রেল জানিয়েছে যে তারা নিজেদের নেক্সট জেনারেশন ই-টিকিটিং (NGET) সিস্টেম ক্রমাগত আপগ্রেড করা চলেছে। রেলের তরফে জারি করা নতুন পরিসংখ্যান থেকেই আপনি একটি ধারণা পেতে পারেন। যেখানে গত 2016-17 সালে প্রতি মিনিটে 15,000 টিকিট কাটা হয়েছে 2017-18 সালে সেটাই প্রতি মিনিটে বেড়ে হয়েছে 18,000। এরপর 2018-19 সালে প্রতি মিনিটে 20,000, 2019-20 সালে মিনিটে 21,000 মত আর বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে মিনিটে 25,000!
রেলের রেকর্ড সংখ্যক টিকিট বুকিং হয় 5 মার্চ, 2020 নাগাদ। ওইদিন এক মিনিটে রেকর্ড সংখ্যক 26,458 টি টিকিট বুক হয়েছিল। এখন রেল তাদের প্রতি মিনিটে টিকিট বুক করার ক্ষমতা আরো বাড়াবে।