ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য একটি বড় খবর সামনে আসছে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে। আর এই বড় খবর হল বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) নিয়ে। যত সময় এগোচ্ছে এই বন্দে ভারত ট্রেন মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করছে। এই ট্রেনের মধ্যে থাকা হাই টেক জিনিসপত্র, আসন, পরিষেবা সবেতেই একপ্রকার মুগ্ধ মানুষ। মানুষ চাইছেন আরও বেশি বেশি করে এই ট্রেনগুলি চালানো হোক। বিশেষ করে বাংলার (West Bengal) মানুষ চাইছেন, এই রাজ্যেও যেন ট্রেনের মাত্রা আরও বাড়ানো হোক। এরই মাঝে রাজ্যবাসীর জন্য এক দারুণ সুখবর রয়েছে যা শুনে হয়তো আপনার বুকও গর্বে ফুলে উঠবে। এবার অত্যাধুনিক বন্দে ভারত এই রাজ্যেই তৈরি হবে, তাও আবার চিত্তরঞ্জনে।
হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চিত্তরঞ্জন রেল কারখানাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে চিত্তরঞ্জন রেল কারখানার নতুন ম্যানেজারের সঙ্গে দেখাও করেছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল। এরপর সাংবাদিক বৈঠক করে তিনি অবশেষে সেই সুখবরটা শুনিয়েই দিলেন। তিনি সাংবাদিকদের জানান, “চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা শতাব্দী প্রাচীন একটি প্রতিষ্ঠান। আমি গতবার এসে জানিয়েছিলাম এই কারখানায় এমন কিছু বরাত দেওয়া হোক যা এই কারখানাকে নতুন ভাবে উজ্জীবিত করবে। আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি চারটি বন্দে ভারত এক্সপ্রেসের বরাত দেওয়া হয়েছে এই কারখানাকে।”
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আরও জানান, “গতবার যখন এখানে এসেছিলাম তখন আমার একটি বক্তব্য নিয়ে অহেতুক রাজনীতি হয়েছিল। আমি নিজে একজন বাঙালি। আমি কখনই বলিনি দেশবন্ধু চিত্তরঞ্জন এর নাম সরিয়ে এই কারখানার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করতে।”
আরও পড়ুনঃ বন্ধ ৫২ লাখ মোবাইল সংযোগ, এই নিয়ম না মানলেই ১০ লক্ষ টাকা জরিমানা! SIM নিয়ে কড়া বার্তা কেন্দ্রের
উল্লেখ্য, বর্তমানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া টু পুরী ও নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি, মূলত এই তিন রুটে বন্দে ভারত চলছে। শোনা যাচ্ছে, বাংলার আরও ৩টি জনপ্রিয় রুটে দৌড়াবে বন্দে ভারত।