বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) ক্রমাগত মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। এই স্বল্প দূরত্বের হাই-স্পিড ট্রেনগুলির (High-speed rail) মাধ্যমে মানুষ খুব অল্প সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এখন। প্রতিটি রাজ্যই এখন রেলওয়ের (Indian Railways) কাছে একটি নতুন বন্দে ভারত ট্রেন দাবি করছে। এই বিশেষ ট্রেন থেকে বঞ্চিত হয়নি পশ্চিমবঙ্গও (West Bengal)। বর্তমানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া টু পুরী ও নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি, মূলত এই তিন রুটে বন্দে ভারত চলছে। এরই মাঝে শোনা যাচ্ছে, বাংলার আরও ৩টি জনপ্রিয় রুটে দৌড়াবে বন্দে ভারত।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই হাওড়া-পাটনা রুটে বন্দে ভারত চলতে পারে। ইতিমধ্যে ট্রায়াল রানও হয়ে গিয়েছে। এখন এটি শুধু চলার অপেক্ষায়। এছাড়া আরও দুটি ট্রেন বাংলার বুকে ছুটবে ছুটবে করছে। সেগুলি হল রাঁচি-হাওড়া ও অন্যটি হল হাওড়া-বেনারস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রাঁচি থেকে হাওড়া পর্যন্ত নির্দিষ্ট রুটের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তবে যাত্রীদের চাহিদার ভিত্তিতে রুট ঠিক করা হবে। দুটি সম্ভাব্য রুট হল, রাঁচি – মুড়ি – ঝালদা – পুরুলিয়া – বড়ভূম – টাটানগর – ঘাটশিলা – চাকুলিয়া – ঝাড়গ্রাম – খড়গপুর এবং রাঁচি – মুরি – বোকারো – ধানবাদ।
এই দুই ট্রেন শুরু হলে রাঁচি ও বেনারস যাওয়া আরও সহজতর হবে বলে আশাবাদী সকলে। বিশেষ করে হাওড়া টু বেনারসের মধ্যে বন্দে ভারত চালু হলে, এটি আসানসোলকেও ছুঁতে পারে। পূর্ব রেল জানিয়েছে যে এই নতুন বন্দে ভারত ট্রেনগুলি কখন ট্র্যাকে আসবে তা নিয়ে এখনও আলোচনা চলছে। শিগগিরই এর তথ্য রেলওয়ের পক্ষ থেকে শেয়ার করা হতে পারে।
আরও পড়ুনঃ শুভশ্রীর ভয়ে বুড়ো বয়সেও ন্যাপি পরেন রাজ! ফাঁস পরিচালকের পারিবারিক কেচ্ছা, ভাইরাল ভিডিও
এদিকে ট্রেনের পাশাপাশি বন্দে ভারত মেট্রো নিয়ে তুমুল আলোচনা চলছে। এগুলি জামালপুর থেকে মালদা, ভাগলপুর থেকে হাওড়া এবং ভাগলপুর থেকে দেওঘর পর্যন্ত চলবে। কিন্তু কবে এই মেট্রো চলবে সেই নিয়ে চূড়ান্ত কিছু ঘোষণা করা হয়নি রেলের তরফে।