অপেক্ষার অবসান, এই দিন পশ্চিমবঙ্গ থেকে ট্রেন যাবে সিকিমে! বড়সড় সুখবর শোনাল রেল

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালে রেল (Indian Railways) পরিষেবার একটি বড় উপহার পেতে চলেছে সিকিম (Sikkim)। পশ্চিমবঙ্গ (West Bengal) ও সিকিমের মধ্যে সেবক-রংপো (Sevoke Rangpo) রেল প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। পশ্চিমবঙ্গের সেবক এবং সিকিমের রাংপোর মধ্যে এই রেলপথটি নির্মিত হচ্ছে। ধীরে ধীরে এটি দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

যারা উত্তরবঙ্গ (North Bengal) ঘুরতে যেতে পছন্দ করেন তাঁদের জন্য রয়েছে দারুণ খবর। আগামী বছরের মধ্যেই সড়ক পথের পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে একদম সরাসরি রেলপথে যুক্ত হতে চলেছে সিকিম। সেবক-রংপোর মধ্যে টানেল তৈরির কাজ জোরকদমে চলছে। এবার জানা গেল এই কাজ নাকি আরও এক ধাপ এগিয়ে গেল। আর এই সুখবরটা জানিয়েছেন প্রজেক্ট ডিরেক্টর শ্রী মহিন্দর সিং।

তিনি সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য সিকিমের সঙ্গে রেল যোগাযোগের সমস্ত কাজ শেষ করে রেল দফতরকে হস্তান্তর করে দেওয়া হবে। প্রজেক্ট ডিরেক্টর জানাচ্ছেন, ইতিমধ্যেই টানেল নম্বর ৩-এর ব্রেকথ্রু সম্পন্ন হয়েছে। মহেন্দ্র সিং বলেন, প্রকল্পটি ৪৫ কিলোমিটার দীর্ঘ এবং এতে পাঁচটি স্টেশন রয়েছে। বাংলার তিস্তা বাজারে এর একটি ভূগর্ভস্থ স্টেশনও রয়েছে। এছাড়া রয়েছে ১৪টি টানেল, ১৭টি রেল সেতু।

পুরো প্রকল্পের প্রায় ৩৮ কিলোমিটার টানেলের মাধ্যমে এগিয়ে যাবে। একই সঙ্গে টানেল নির্মাণের প্রায় ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়াও, ছয়টি সুড়ঙ্গ খনন সম্পন্ন হয়েছে এবং আরও অনেকগুলি শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। অন্যান্য টানেলগুলির চূড়ান্ত কংক্রিট আস্তরণ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেল সিকিম রাজ্যের যোগাযোগ বাড়ানোর আশা করছে।

চলতি বছরের জানুয়ারিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্প সিকিমের সামগ্রিক উন্নয়নে বড় অবদান রাখবে।