আরও উন্নত ও স্বচ্ছ! বদলে যাচ্ছে ট্রেনের টয়লেট, বিশাল পরিকল্পনা রেলের

ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের আরো উন্নত পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় রেল (Indian Railways)। ধীরে ধীরে রেলের সমস্ত সিস্টেমের আধুনিকরণের কাজ চলছে। সদ্যই নতুন বন্দে ভারত এক্সপ্রেস যুক্ত হয়েছে ট্রেনের ভাঁড়ারে। কিন্তু পুরনো যে ট্রেনগুলো রয়েছে তাদেরও মানোন্নয়নের কাজ চালাচ্ছে রেল।

552jn73o indian railways locomotive 625x300 07 may 21

কয়েকদিন আগেই ট্রেনের টয়লেট গুলোকে নতুন করে ডিজাইন করেছে তেল। এর মাধ্যমে আরো উন্নততর সুবিধা মিলবে রেলের তরফে। পুরোনো টয়লেটগুলোকে আপগ্রেড করে নতুন সর্বাধুনিক টয়লেট বসানোর কাজ চালাচ্ছে রেল।

সদ্যই রেলের পাইলট প্রজেক্ট হিসেবে রাঁচি থেকে চলা রাজধানী এক্সপ্রেসে চারটি নতুন ডিজাইন করা বায়ো-টয়লেট সহ একটি এসি কোচ চালু করেছে। এই পাইলট প্রজেক্ট সফল হলে সমস্ত ট্রেনেই সুবিধাগুলি শুরু হবে। এই নতুন টয়লেটগুলি অত্যাধুনিক মানের হতে চলেছে।

swarajya 2023 03 0a6e97c2 2790 4e74 88b3 92a387c01c0e img 20230201 wa0023

টয়লেটগুলোতে স্বয়ংক্রিয় স্বাস্থ্যবিধি এবং গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। জলের কল এবং সোপ ডিসপেনসারও আধুনিক মানের স্পর্শ মুক্ত সেন্সর ভিত্তিক হবে। সাথে এই জিনিসগুলোর সুরক্ষা ব্যবস্থাও নিয়েছে রেল। জানিয়ে রাখি নতুন কোচে ওয়াশরুম ছাড়াও রয়েছে উন্নতমানের দরজা এবং গ্যাংওয়ে।

এতদিন রেলের টয়লেট ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ ছিল, কিন্তু নতুন টয়লেট সম্পর্কে রেলের আধিকারিক জানান, “সমস্ত সমস্যাগুলি নতুন ডিজাইন করা সিস্টেমগুলিতে সমাধান করা হয়েছে।” এর আগেও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন মানের টয়লেট দেখার জন্য জানুয়ারি মাসে দিল্লি স্টেশন ঘুরে আসেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button