এবার বন্দে ভারতের মতো সুবিধা সাধারণ ট্রেনেও! বড় সিদ্ধান্ত রেলের, উপকৃত হবেন যাত্রীরা

যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য প্রায়শই কিছু না কিছু পদক্ষেপ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। সাম্প্রতিক সময়ে রেলের কামরায় বিপুল মাত্রায় অপরাধমূলক কার্যাকলাপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ট্রেনে থাকা যাত্রী নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে। এহেন অবস্থায় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেলে। সেই সিদ্ধান্ত কী তা জানতে চোখ রাখুন গোটা প্রতিবেদনটিতে।

সারা দেশের স্টেশনগুলির পাশাপাশি এবার বহু নামী ট্রেনগুলিতে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা করছে রেল বলে খবর। রাজধানী, শতাব্দী, দুরন্ত এবং হামসফর এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে এই সিসিটিভি বসবে বলে খবর। তবে আপনি এটা ভাবছেন নিশ্চয়ই যে মেল, এক্সপ্রেস, মেমু, ডিএমইউ, ডেমু ট্রেনে কি যাত্রীর নিরাপত্তা বড় কথা নয়? ঘাবড়াবেন না, এই ট্রেনগুলিতেও সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে রেলের তরফে বলে খবর।

রেলমন্ত্রক এক বিশেষ প্রকল্প চালু করেছে। যে প্রকল্পের আওতায় কিনা ৬০ হাজারেরও বেশি কোচে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে। রেলমন্ত্রক সম্প্রতি ট্রেনে মহিলা ও শিশুদের সুরক্ষা বাড়ানোর জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে এবং প্রায় ১৫,০০০ কোচে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ঘোষণা করেছে। আর এই কাজ করতে রেলের প্রায় ৭০৫ কোটি টাকা ব্যয় হবে বলে খবর।

রেলমন্ত্রক গত বছর সংসদে জানিয়েছিল যে এখনও পর্যন্ত প্রায় ২,৯৩০ টি রেল কোচে সিসিটিভি বসানো হয়েছে । তবে বর্তমানে এই সংখ্যা ৫ গুণ বাড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

train 7 1 1 4

রেলের দরজা, ভেস্টিবুল এলাকা এবং করিডোর এলাকায় সিসিটিভি নজরদারির মাধ্যমে মোট ৬০,০০০ কোচের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button