কত টাকা বেতন পান রেলের স্টেশন মাস্টার? কী কী সুবিধা দেওয়া হয় তাদের? জানলে অবাক হবেন

দেশের অন্দরে যাতায়াত ব্যবস্থার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেল (Indian Railways) ব্যবস্থা। রেলকে দেশের লাইফলাইনও বলা হয়ে থাকে এর কর্মদক্ষতা এবং সুবিধার কারণে। তবে রেল শুধু গণপরিবহনেই কাজে লাগে তাই নয়, একইসাথে লক্ষ লক্ষ কর্মসংস্থানেরও সুযোগ করে দেয়।
দেশের অন্দরে সবথেকে বেশি চাকরী দেয় রেল। তরুণ প্রজন্মের অনেকে রেলে চাকরী করার স্বপ্ন দেখেন। কিন্তু সেজন্য বেশ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু জানেন কী একজন স্টেশন মাস্টার কত বেতন পান? কী কী সুবিধাই বা পান তিনি?
RRB NTPC পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় স্টেশন মাস্টার পদের। ২০১৯ সালের তালিকা অনুযায়ী এই পদের জন্য বেসিক স্যালারি হলো ৩৫,৪০০ টাকা। কিন্তু এখানেই স্যালারি শেষ হয়না। এর সাথে সেখানে যুক্ত হয় আরো বেশ কয়েকপ্রকার ভাতা।
প্রাথমিক স্যালারির সাথে যুক্ত হবে মহার্ঘ ভাতা, ভ্রমণ ভাতা, এইচআরএ এবং অন্যান্য সুবিধা। সবমিলিয়ে ৫৫,৭০০ টাকা বেতন পান একজন স্টেশনমাস্টার। এবার রাত্রে কাজ করলে সেজন্য অতিরিক্ত ভাতাও মেলে তার।
সামগ্রিক বেতন কাঠামো:
স্টেশন মাস্টারদের বেসিক স্যালারি- ৩৫,৪০০ টাকা।
গ্রেড পে- ৪,২০০ টাকা।
ডিএ- ১২,০৩৬ টাকা।
Travel Allowance- ২,০১৬ টাকা।
HRA- ৩,১৮৬ টাকা।
মোট বেতন- ৫৬,৮৩৮ টাকা।