উত্তরবঙ্গকে বড় উপহার রেলের, আগামী সপ্তাহে শুরু হচ্ছে নয়া পরিষেবা! শুনে খুশি হবেন আপনিও

এখন উত্তরবঙ্গ (North Bengal) ঘুরতে যাওয়া হল আরও সহজ। ভারতীয় রেলের (Indian Railways) নতুন পদক্ষেপের জেরে আপনার মুখেও চওড়া হাসি ফুটবে। গোটা ব্যাপারটা ঠিক কী তা জানতে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।

সাম্প্রতিক সময়ে এই গরম থেকে বাঁচতে আপনিও যদি একটু ঠাণ্ডা আবহাওয়ার সন্ধানে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটা সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকেই রাধিকাপুর-বারসই রুটের মধ্যে ইলেক্ট্রিক ট্রেন চলবে। আর এই খবরে যেমনভাবে খুশি হয়েছেন রায়গঞ্জবাসী, ঠিক তেমনই আপনিও যদি উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে এই খবরে খুশি হবেন আপনিও।

এই ইলেক্ট্রিক ট্রেনের বিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী বলেছেন, ‘আগামী ৩০ মে থেকে রাধিকারপুর-বারসই রুটে ইলেক্ট্রিক ট্রেনটি চলবে। তবে আপাতত দুটি ট্রেন চলবে।‘

শোনা যাচ্ছে, রায়গঞ্জ রেলওয়ে স্টেশন এবং কালিয়াগঞ্জ স্টেশনও আধুনিক সুযোগ-সুবিধাসহ ফেসলিফট পাবে খুব শীঘ্রই। ইতিমধ্যে নাকি রায়গঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী শেড বাড়ানোর কাজ শেষ হয়েছে। পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্মটি বাড়ানোর কাজও শেষ হয়েছে। তবে ট্রেন দুটি ঠিক কোন স্টেশনে দাঁড়াবে সেই ব্যাপারে কিছু জানায়নি রেল।

railways 3

উল্লেখ্য, ২০০৬ সালে রাধিকাপুর-বারসই লাইন ব্রডগেজে পরিণত হয়। ২০১৭ এর মার্চ মাসে এই লাইনের উপর দিয়েই ভারত থেকে নেপালে পণ্যবাহী ট্রেন যাতায়াত শুরু করে। সেইসময়ে শোনা গিয়েছিল, খুব শীঘ্রই এই লাইন দিয়ে ইলেকট্রিক লোকোমোটিভ চলাচল শুরু করবে। ডিজেলের পরিবর্তে ইলেকট্রিক ইঞ্জিন টেনে নিয়ে যাবে যাত্রীবাহী ট্রেন। এতে একদিকে যেমন জ্বালানি বাঁচবে, তেমন সময়ও বাঁচবে। অবশেষে এই ট্রেন চালু হতে চলেছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button