একটি নয়, এবার ৯টি বন্দে ভারত চালু করছে রেল! পশ্চিমবঙ্গের কোন রুটে চলবে?

আবারও শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আবারও এই সেমি হাইস্পিড ট্রেনকে (High-speed rail) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল (Indian Railways)। যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে আপনিও টিকে থাকুন এই প্রতিবেদনটিতে। মাস দুয়েক আগে, ৭ জুলাই দুটি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু হয়েছিল। তারপর থেকে কোনও নতুন বন্দে ভারত ট্রেন চালু হয়নি। যদিও এবার এল দারুণ সুখবর। দীর্ঘদিন পর আবার বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন উপহার পেতে চলেছে কয়েকটি রাজ্য।

ভারতীয় রেল শীঘ্রই দেশকে আরও নতুন বন্দে ভারত এক্সপ্রেস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, আগামী দিনে এক ধাক্কায় ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে রেল ট্র্যাকে নামানোর পরিকল্পনা করছে রেল। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত মধ্যপ্রদেশ ও রাজস্থান নতুন বন্দে ভারত ট্রেনের উপহার পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন উঠছে, বাংলার ভাগ্যে কী আছে এই ট্রেন? ইতিমধ্যে বাংলার তিনটি রুট যেমন হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী ও নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে চলাচল করে। প্রশ্ন উঠছে, আরও কয়েকটি ট্রেন কি বাংলার সঙ্গে জুড়বে? এক রিপোর্ট বলছে, পূর্ব-মধ্য রেলকে যে বন্দে ভারত এক্সপ্রেস বরাদ্দ করা হয়েছে, সেটা হাওড়া থেকে পাটনার মধ্যে ছুটবে।

জানা গিয়েছে, এই ৯টি ট্রেনের মধ্যে সর্বাধিক ৩টি দক্ষিণ রেলওয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। এই অঞ্চলে ইতিমধ্যে সমান সংখ্যক বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। পশ্চিম রেলওয়ে, যার সদর দফতর মুম্বাইয়ে রয়েছে। এ ছাড়া নর্থ ওয়েস্ট, সাউথ সেন্ট্রাল, ইস্ট কোস্ট রেলওয়ে এবং ইস্ট সেন্ট্রালকে একটি করে নতুন বন্দে ভারত দেওয়া হয়েছে। সূত্রের খবর, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যগুলিও এই তালিকায় রয়েছে এবং নতুন ট্রেন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতে এখনও পর্যন্ত ২৫টি বন্দে ভারত ট্রেন চলছে, যার মধ্যে সর্বাধিক চারটি উত্তর অঞ্চলে। এর পরে দক্ষিণ এবং মধ্য অঞ্চল রয়েছে, প্রতিটিতে তিনটি ট্রেন রয়েছে। এর পরেই রয়েছে পশ্চিম, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম রেল, যার প্রত্যেকটিতে দুটি করে বন্দে ভারত রয়েছে। বাকি নয়টি জোন হল দক্ষিণ পূর্ব মধ্য, পূর্ব, পূর্ব উপকূল, দক্ষিণ মধ্য, দক্ষিণ পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত, পূর্ব মধ্য, দক্ষিণ পশ্চিম ও উত্তর-পূর্ব রেল। পুরী এবং রৌরকেল্লার মধ্যে একটি বন্দে ভারত ছুটতে পারে বলে খবর।

জানা গিয়েছে,  ন’টি নয়া বন্দে ভারত এক্সপ্রেস ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়েছে, সেগুলির প্রতিটিই আটটি কোচের। অর্থাৎ মিনি বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে।