যত দিন এগোচ্ছে ততই রেল (Indian Railways) প্রেমীদের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) জনপ্রিয়তা বাড়ছে। সকলেই চাইছেন একবার হলেও একবার এই ট্রেনে উঠতে। ইতিমধ্যে দেশের বহু জায়গায় এই ট্রেনের চাকা গরিয়েছে। তাও মানুষ চাইছেন আরও বেশি বেশি এই ট্রেন যেন সব জায়গায় চলে। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হল সেমি হাইস্পিড ট্রেন, এর গঠন অনেকটাই বুলেট ট্রেনের মতো।
অনেকেই হয়তো জানেন না যে এই ট্রেনের গতিবেগ এক ধাক্কা ১৮০ কিমি হতে পারে। যাইহোক, এই ট্রেনের এতটাই জনপ্রিয়তা বাড়ছে দেশে রেল আরও বড় সিদ্ধান্ত নিয়েছে। রেল ইতিমধ্যে বন্দে ভারতের আরও কিছু ক্যাটাগরির ট্রেন আনার পরিকল্পনায় রয়েছে। যেমন বন্দে সাধারণ, স্লিপার বন্দে ভারত, নন এসি বন্দে ভারত ইত্যাদি। এবার সেই পরিকল্পনায় একপ্রকার শিলমোহর পড়ল।
বন্দে সাধারণ ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। খুব শীঘ্রই এই ট্রেনকে ট্র্যাকে ছুটতে দেখা যাবে বলে খবর। সবথেকে বড় কথা হল, আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এই ট্রেনের আনন্দ লাভ করতে পারবেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এতে সব দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে। তাই এর ভাড়াও কম বলে ধারণা করা হচ্ছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে বন্দে সাধারণ এক্সপ্রেসের পাঁচটি রুটের অনুমোদন দেওয়া হয়েছে। রেলমন্ত্রক অনুমোদিত রুটগুলিতে ট্রেনগুলি শীঘ্রই পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদিত রুটগুলি হল পাটনা-নয়াদিল্লি, হাওড়া – নতুন দিল্লি, হায়দ্রাবাদ-নতুন দিল্লি, মুম্বাই-নতুন দিল্লি এবং এর্নাকুলাম-গুয়াহাটি।
সবথেকে বড় বিষয় হল, এই ট্রেনটির অন্যতম ইউএসপি হল এটি একটি পুশ-পুল ট্রেন। অর্থাৎ ট্রেনের উভয় প্রান্তেই থাকবে লোকোমোটিভ। এই ট্রেনে থাকবে ২২টি কোচ। এই ট্রেনের মধ্যে ১২টি স্লিপার, ৮টি জেনারেল ও ৮টি গেজ ভ্যান থাকবে। এরইসঙ্গে এই বিশেষ ট্রেনে থাকবে সিসিটিভি নজরদারি ব্যবস্থা, ইলেকট্রনিক ডেস্টিনেশন বোর্ড, প্রতিটি আসনে মোবাইল চার্জিং পয়েন্ট ও ফ্লাশিং সিস্টেম সহ টয়লেট।