এবার পুরীর টিকিট কনফার্ম, শিয়ালদহ থেকে স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের! রইল টাইম টেবিল

ভারতীয় রেল (Indian Railways) তার যাত্রীদের নিরাপদ এবং আরামদায়ক যাত্রার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সম্পূর্ণ যত্ন নেয়। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। অনেকেই আছেন যারা বাস, বিমানে যাওয়ার থেকে ট্রেনে ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ ট্রেনে ভ্রমণ করা যেমন সস্তার ঠিক তেমনই আরামদায়ক।

   

সকলে মিলে হই হুল্লোড় করে ট্রেনে ভ্রমণ করার মজাই আলাদা। প্রত্যেকদিন প্রায় লক্ষ লক্ষ মানুষকে যে যার গন্তব্যে নিয়ে যায় ভারতীয় রেল। আপনিও কি ট্রেনে উঠতে ভালোবাসেন? আপনিও কি এই উৎসবের মরসুমে একটি বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এমনিতেই উৎসবের সময়ে ট্রেনের চাহিদা মানুষের মধ্যে তুঙ্গে ওঠে। তবে বেশিরভাগ সময়েই দেখা যায় ট্রেনের সিট ফাঁকা পাওয়া যায় না। ফলে বেশি দাম দিয়ে হয় বাসে নয়তো বিমানে করে যে যার গন্তব্যে যেতে হয় মানুষকে।

তবে মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেলও ইতিমধ্যে শয়ে শয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে আপনিও যদি অক্টোবর বা নভেম্বর মাসের দিকে পুরী যাওয়ার ভাবনা চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার শিয়ালদহ (Sealdah) থেকে পুরী (Puri) যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railways)।

এই বিশেষ ট্রেন সম্পর্কে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শিয়ালদহ-পুরী ট্রেনটি ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে। এই ট্রেনটি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার ছাড়বে। শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধে ৭টা ২০ মিনিটে। এরপর সেটি পুরী পৌঁছাবে ভোর ৪টে ১৫ মিনিটে। এরপর সেটি ফিরতি পথে পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে ১৫ মিনিটে। সেটি শিয়ালদহে এসে পৌঁছবে রাত ২টোয়। এই স্পেশাল ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। রেল যাত্রীরা অনায়াসেই এর টিকিট কাটতে পারবেন  PRS এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে। যদিও এখানে একটি বিষয়ে বলে রাখা জরুরি, কোনও ছাড় মিলবে না এই ট্রেনের ভাড়ায়। থাকবে না কোনও ততকালের ব্যবস্থাও।