এবার হবে ভোগান্তির অবসান, যাত্রীদের সুবিধার্থে দারুণ এক সুবিধা চালু করল রেল

প্রযুক্তির বদল আসায় সহজ হয়েছে মানুষের জীবন। স্বাভাবিক ভাবেই সমস্ত প্রযুক্তিকে কাজে লাগাতে চাইবে সধারণ মানুষ। তাই এবার মানুষকে আরো রেল (Indian Railways) যাত্রার অভিজ্ঞতা দেওয়ার জন্য নয়া পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার থেকে যাত্রীরা WhatsApp এর মাধ্যমেই নিজেদের PNR নাম্বার দাখিল করে ট্রেন যাত্রার সমস্ত স্ট্যাটাস এবং রিয়েল টাইম জার্নি সম্বন্ধিত সকল তথ্য বিশদে জানতে পারবেন।

যাত্রীদের এই সুবিধা দেওয়ার জন্য রেল মুম্বাইস্থিত এক সফটওয়্যার কোম্পানির সাথে চুক্তিপত্রে সাইন করেছে। রেল সেই সাথে নিজেদের এক নতুন প্ল্যাটফর্ম ওপেন করেছে যাত্রীদের জন্য। রেল এই প্ল্যাটফর্মের নাম দিয়েছে Railofy। এই সফটওয়্যারের মাধ্যমে যাত্রীরা খুব সহজে নিজেদের আকাঙ্ক্ষিত তথ্য জানতে পারবেন।

সবচেয়ে বড় ব্যাপার এই জন্য কোনো অতিরিক্ত অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। Whatsapp এর চ্যাট বটের মাধ্যমেই সমস্ত কাজ করা সম্ভব হবে। সেখানে আপনি সমস্ত ধরনের পিএনআর স্টেটাস এবং লাইভ ট্রেন স্ট্যাটাস জানতে পারবেন। একই সময়ে পরবর্তী স্টেশন, নিজের জার্নি সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনাকে কেবল চ্যাটবটে গিয়ে নিজের PNR দাখিল করতে হবে।

চ্যাটবট অ্যাক্টিভ করার উপায় : ১) প্রথমেই ৯৮৮১১৯৩৩২২ নাম্বারটি আপনার ফোনে সেভ করতে হবে। এটিই Railofy এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাট বট।

২) এরপর নিজের কন্টাক্ট লিস্টে সেই নাম্বার দেখতে পাবেন। ওই নাম্বারে ক্লিক করার পরেই Railofy এর চ্যাট উইন্ডো ওপেন করে নিজের PNR নাম্বারটি দাখিল করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন এক জায়গাতে।

rail train

ব্যাস এইটুকু করে নিলেই সমস্ত ঝামেলা চুকে গেল। এবার থেকে ট্রেনে চাপার আগেই দেখে নিন সংশ্লিষ্ট ট্রেনের রিয়েল টাইম আপডেট। এই সুবিধা শুরু হওয়ায় যাত্রীদের দারুণ সাহায্য হবে বলেই মত বিশেষজ্ঞদের।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button