এবার এক ট্রেনেই কলকাতা থেকে চলে যাওয়া যাবে মুকুটমণিপুর! বড় উদ্যোগ রেলে

ঘুরতে যেতে কে না ভালোবাসে। আর ট্রেনে করে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে বেড়ানোর আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। রাতে হোক বা দিন, ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সঙ্গে যদি প্রিয়জন, পরিবার, আড্ডা দেওয়ার মতো বন্ধুবান্ধব, আর সঙ্গে খাবার থাকে তাহলে তো একদম সোনায় সোহাগা।

পশ্চিমবঙ্গে উপস্থিত দার্জিলিং, কলকাতা, সুন্দরবন, ডুয়ার্স, কালিম্পং, শান্তিনিকেতন, শিলিগুড়ি প্রভৃতি স্থানে সারা বছর পর্যটকরা ঘুরতে আসেন। এই সব ছাড়াও, এখানে এমন অনেক জায়গা রয়েছে, যা আপনার ভ্রমণকে দুর্দান্ত করে তুলতে পারে। তেমনই একটি সুন্দর জায়গা হল মুকুটমণিপুর।

মুকুটমণিপুর (Mukutmanipur) পশ্চিমবঙ্গে (West Bengal) অবস্থিত একটি সুন্দর জায়গা যা তার বাঁধের জন্য পরিচিত। বাঁধটি বাঁকুড়া (Bankura) থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে কুমারী এবং কংসাবতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। পাহাড় আর সবুজ অরণ্যে ঘেরা এই জায়গাটি পর্যটকদের সবসময়ই মুগ্ধ করে। বাঁধ থেকে নির্মিত এই বিশাল জলাধারের সৌন্দর্য দেখার মতো। সূর্যের আলোয় ঝলমলে জলাধারের নীল জল সবার মনোযোগ আকর্ষণ করে।

বিশেষ করে এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো। হাতে কয়েকটা দিনের ছুটি নিয়ে মানুষ এখানে ঘুরে আসতে পারেন। তবে এই মুকুটমণিপুর আসতে পর্যটকদের বেশ অনেকটা ঝক্কি পোহাতে হয়। বাস হোক বা ট্রেন, প্রথমে বাঁকুড়া তারপর সেখান থেকে এখানে আসতে হয় পর্যটকদের। এদিকে এই মুকুটমণিপুর অবধি ট্রেন পরিষেবা অবধি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সেই বিষয়টি একপ্রকার বিশ বাঁও জলে রয়েছে।

mukutmanipur 1sd

জানা যায়, গত ২০০৫-০৬ সালে বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমনিপুর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ইন্দপুর, খাতরা হয়ে এই রেলপথ পৌঁছে যাওয়া যেতে পারত পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে। যদিও বাংলায় একাধিক রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। তবে এই রেলপথ তৈরির কাজ যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য রেলের তরফ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রাথমিক সমীক্ষার কাজ সেরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের কাছে ৮০০ একর জমি অধিগ্রহণ করে রেলের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে খবর। এই ট্রেন চালু হয়ে গেলে একদিকে যেমন পর্যটকদের সংখ্যা বাড়বে তেমনই সকলের অনেক সুবিধা হবেও বলে আশা করা যাচ্ছে।