দুর্গাপুজোয় বিপুল লক্ষ্মীলাভ রেলের! শিয়ালদহর এক দিনের আয় জানলে চমকে যাবেন

দেবী দুর্গার (Devi Durga) আরাধনা চলছে জোরকদমে। উৎসবমুখর বাংলায় প্যান্ডেলে প্যান্ডেলে চলছে দেবী দুর্গার আরাধনা। সকাল হোক বা বিকেল, বা সন্ধেবেলা, মানুষের ভিড় একপ্রকার উপচে পড়েছে। সারাবছর অন্যান্য উৎসব থাকলেও পুজোর এই পাঁচটা দিনের আনন্দে মেতে উঠতে মানুষ সারাবছর অপেক্ষা করে থাকেন।

   

দুর্গাপুজোকে ঘিরে মানুষের মধ্যে দেদার খুশি লক্ষ্য করা গিয়েছে। চলতি বছরে কার্যত মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে বাঙালির পুজো। এই পুজো সকলের জীবনে আনন্দ ও খুশি বয়ে আনে। তবে এই বছর এই দুর্গাপুজো রেলের (Indian Railways) জন্যেও অনেকটাই লাভদায়ক হয়েছে বৈকি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি।

উত্তর কলকাতা থেকে শুরু করে মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা…পুজোর এই কটা দিন জায়গায় মানুষের ভিড় কার্যত উপচে পড়েছে। এদিকে এই পুজোর সময়ে অনেকেই আছেন যারা শহর থেকে বিভিন্ন জেলা আবার বিভিন্ন জেলা থেকে শহরের দিকে মানুষ আসছেন ঠাকুর দেখতে। আর এই ঠাকুর দেখতে আসার জন্য অনেকের কাছেই প্রথম ভরসা হল রেল। এই পুজোর কয়েকটা দিন হাওড়া হোক বা শিয়ালদহ লোকের তিল ধারনের জায়গা অবধি নেই। এরই মাঝে শিয়ালদহ ডিভিশনকে নিয়ে এল বড় রকমের তথ্য, যা শুনে আপনারও চোখ ছানাবড়া হয়ে যেতে পারে বৈকি।

sealdah ac local

পুজোর কয়েকটা দিন রেলের ব্যাপক লাভ হয়েছে, যা কিনা গত বছরেরও রেকর্ড ভেঙে দিয়েছে। হাওড়া ডিভিশন হোক বা শিয়ালদহ, এই দুর্গাপুজো উপলক্ষ্যে বেশ কিছু স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছে রেল। আর এটাই যেন কেল্লাফতে হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র চতুর্থীর দিনই নাকি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ১৯ লক্ষ ৭৬ হাজারের বেশি যাত্রী ট্রেনে চড়েছিলেন। এদিন শিয়ালদহ ডিভিশন থেকে পূর্ব রেলের রোজগার হয়েছে প্রায় দু’কোটি টাকা। পরিমাণ হলো ১ কোটি ৮০ লক্ষ ৬৪ হাজার ৩৩৫ টাকা। সেখানে গত বছর এই সংখ্যাটা ছিল দেড় কোটি টাকার কিছু বেশি।