অন্যের কনফার্ম টিকিট এভাবে সহজ উপায়ে করে ফেলুন নিজের নামে, নিয়ম আছে রেলে

ট্রেনে (Train) তো আমরা অনেকেই ভ্রমণ করে থাকি। কিন্তু অনেক সময় এমন হয় যে আমাদের যাওয়া হয়ে ওঠে না। কিন্তু সেই টিকিট অন্যদেরও দেওয়া সম্ভব হয়না, যেহেতু টিকিটে আমার নাম রয়েছে। শেষমেষ যাত্রা না হলে টিকিট ক্যান্সেল করতে হয়, বা শেষ মুহূর্তে যাওয়া না হলে টিকিটের দাম নষ্ট হয়ে যায়। কিন্তু এবার আর সেটি হবে না। রেলের (Indian Railways) নয়া নিয়মে উপকৃত হবেন অনকেই।
আসলে এবার আপনি নিজের কনফার্ম টিকিট অন্য কাওকে দিতে পারবেন। রেলের এই নিয়ম সম্পর্কে অনেকেই জানেনা। কিন্তু রেলের এই নিয়মের সুবিধা নিতে পারেন আপনি। মাথায় রাখবেন এক্ষেত্রে কিন্তু শুধু পরিবারের লোককেই কনফার্ম টিকিট দিতে পারেন আপনি। পরিবারের নিজেদের লোকের মধ্যেই টিকিটের হাতবদল সম্ভব।
এবার থেকে আপনিও নিজের পরিবারের অন্য কাওকে ট্রেনের কনফার্ম টিকিট দিতে পারেন। ফলে আপনাকে টিকিট কাটতে যে অর্থ খরচ করতে হয়েছে সেই পরিমাণ অর্থ বেঁচে যাবে। মাথায় রাখবেন এক্ষেত্রে কিন্তু শুধু পরিবারের বাবা, মা, ভাই, বোন, মেয়ে, ছেলে, স্বামী-স্ত্রীর মধ্যেই এই টিকিট ট্রান্সফার করা সম্ভব।
কিন্তু এক্ষেত্রেও কিছু নিয়মাবলি রয়েছে। ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে আপনাকে ওই টিকিট ট্রান্সফার করতে হবে। এছাড়া টিকিট ট্রান্সফার করার সময় মাথায় রাখবেন এক্ষেত্রে কিন্তু একবারই মিলবে এই সুবিধা। একবার ট্রান্সফার হলে আর পূর্বের ব্যক্তির নামে আনা যাবেনা সেই টিকিট।
কীভাবে নিজের কনফার্ম টিকিট অন্য কাওকে দেবেন : ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে আপনি এই কাজ করত পারেন। তবে নাম বদল করার দরকার থাকলে অন্তত ২-৩ দিন আগেই এই কাজ করা সম্ভব। ব্যাক্তিগত বিভিন্ন বিষয় অন্তত ৪৮ ঘণ্টা আগে এই কাজ করতে হয়।