যাত্রীদের জন্য বড় ঘোষণা রেলের, কমল AC ক্লাসের টিকিটের দাম! নতুন রেট জানলে অবাক হবেন

নিয়মিত যাত্রীদের জন্য ভাল খবর শুনিয়েছে রেল (Indian Railways)। এবার গ্রীষ্মের মরশুমে ভ্রমণে বেরোলে আগের থেকে আরো কম খরচ করতে হবে আপনাকে। আগের তুলনায় কম টাকা খরচ করেই AC 3-Tier ইকোনমি ক্লাসের ট্রেনের টিকিট কাটতে পারবেন। আগের দামে টিকিট মিলবে পুনরায়। মুদ্রাস্ফীতির বাজারে কিছুটা রেহাই মিলবে যাত্রীদের।
আসলে AC 3 Tier এবং AC 3 Tier Economy এর দামে কোনো পার্থক্য থাকেনি। কিন্তু এবার পুরনো রেটেই মিলবে টিকিট। আসলে বিছানা দেওয়ার জন্য অতিরিক্ত চার্জ নেয় রেল। প্রথমে Economy ক্লাসে বিছানা না দেওয়া হলেও পরবর্তী সময়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সেই সুবিধা দেয় রেল।
এবার টিকিটের দাম কমলেও বিছানা দেওয়া বন্ধ করছেনা রেল। যাত্রীদের ‘লিনেন’ দেবে রেল। আগের থেকে দামে বিরাট ফারাক এসেছে। শুধু তাই না, যে যাত্রীরা ইতিমধ্যেই অনলাইনে এবং কাউন্টারে টিকিট বুক করেছেন, তাঁদের প্রি-বুক করা টিকিটের টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে।
AC 3 Tier এবং AC 3 Tier Economy এর টিকিটের দাম একই হয়ে যাওয়ার কারণে বেশ সমস্যায় পড়েন যাত্রীরা। কিন্তু এবার থেকে আর অতিরিক্ত টাকা দিতে হবেনা যাত্রীদের। জানিয়ে রাখি AC 3 Tier এর একটি কোচে ৭২টি বার্থ থাকে আর অন্যদিকে এসি 3-টায়ার ইকোনমিতে ৮০টি বার্থ থাকে।