বেতন ২৭ হাজার টাকা, নিয়োগ হচ্ছে ভারতীয় রেলে! চাকরি পেতে এভাবে করুন আবেদন

করোনা অতিমারি কাটিয়ে ফের ঘুরে দাড়চ্ছে দেশীয় অর্থনীতি। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। এমতাবস্থায় বড়ো ঘোষণা ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে। যে সমস্ত চাকরি প্রার্থীরা স্নাতক পাস করে আছেন বা আরো অন্যান্য যোগ্যতায় সরকারি চাকরির খোঁজ করছেন তারা ভারতীয় রেলের এই পদের জন্য আবেদন করতে পারেন।
সম্প্রতি রেল মন্ত্রক থেকে জানানো হয়েছে যে, রেলের স্কুলে হবে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ। বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হবে। তবে হাতে সময় খুবই কম, আগামী ৪ অক্টোবরই রয়েছে ইন্টারভিউয়ের তারিখ। ইন্টারভিউয়ের সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা। সূত্রের খবর, রেলের ভুসাওয়াল ডিভিশনের জন্য এই নিয়োগ চলছে।
খবর অনুযায়ী, এই চাকরি আপাতত চুক্তিভিত্তিক। এইমুহুর্তে যারা চাকরি খুঁজছেন তারা চাইলে ইন্টারভিউ দিতে পারেন। ইন্টারভিউয়ের দিন সাথে রাখতে হবে কিছু নথিপত্র। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্ম শংসাপত্র, জাতি শংসাপত্র রাখতে হবে।
রেল মন্ত্রক কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে, ইন্টারভিউ-র জন্য অন্তত দুদিন ভুসাওয়ালে থাকতে হবে চাকরি প্রার্থীকে। ইন্টারভিউয়ের জন্য আগ্রহী হলে সেইরকম প্রস্ততি নিয়েই আছে হবে। রেলের তরফে নিয়োগ সংক্রান্ত যা যা প্রক্রিয়া রয়েছে, তা সম্পন্ন করতে হবে। যদিও ঐ দুদিনের থাকা খরচ রেল বহন করবেনা তবে খাওয়া খরচ দেওয়া হবে।
প্রসঙ্গত, স্নাতকোত্তর প্রার্থীদের জন্য – অঙ্ক, রসায়ন, ইংরেজি, হিন্দি- এই ৫ টি বিষয়ে প্রার্থী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫।
স্নাতক প্রার্থীর জন্য শূন্যপদের সংখ্যা ৮। কলা ও বিজ্ঞান বিভাগের জন্য নিয়োগ করা হবে।
প্রাথমিকের জন্য শূন্যপদের সংখ্যা ৯। শরীরচর্চা, গান, হাতের কাজ, ইংরেজি, অঙ্ক ও মারাঠি এই বিষয়গুলিতে হবে নিয়োগ।
প্রসঙ্গত, রেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে যে, এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি বিএড এর ডিগ্রি থাকতে হবে।
বেতন সম্পর্কে জানানো হয়েছে যে, স্নাতকোত্তর প্রার্থীদের জন্য বরাদ্দ বেতন ২৭ হাজার ৫০০ টাকা। স্নাতক প্রার্থীদের জন্য বরাদ্দ বেতন ২৬ হাজার ২৫০ টাকা। আর প্রাথমিকের ক্ষেত্রে বরাদ্দ বেতন ২১ হাজার ২৫০ টাকা।