লোকাল ট্রেনেই লক্ষ্মীলাভ! উৎসবের মরশুমে বিরাট আয় রেলের, হিসেব চমকে দেবে

ফের একবার রেকর্ড গড়ল ভারতীয় রেল (Indian Railways)। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো হয়ে গিয়েছে। এদিকে আজ কালীপুজো, আগামীকাল দিওয়ালি। গোটা দেশের মানুষ আনন্দ উদযাপনে মেতে উঠেছেন। এদিকে এই উৎসবের আমেজের মাঝেই ব্যাপক লক্ষ্মীলাভ ঘটলো ভারতীয় রেলের। উৎসবের আবহে কয়েক কোটি টাকা উপার্জন হল ভারতীয় রেলের বলে জানা গিয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময়ে ব্যাপক লক্ষ্মীলাভ হয়েছে ভারতীয় রেলের। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে সকলকে তাজ্জব করে দিয়েছে ভারতীয় রেল। চতুর্থী থেকে দশমী অব্দি একের পর এক ট্রেন চালিয়ে ব্যাপক লাভের মুখ দেখেছে হাওড়া ডিভিশন। হ্যাঁ এমনই জানিয়েছে পূর্ব রেল।

   

উৎসবের সময় যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে অন্যান্য বছরের মতো এবছরও বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছিল পূর্ব রেলের তরফে। যার পরে বেজায় খুশি হয়েছিলেন সাধারণ মানুষ। শহর থেকে জেলা, জেলা থেকে শহর…দুর্গাপুজোর সময়ে রাস্তায় রাস্তায় মানুষের ভিড় একপ্রকার উপচে পড়েছিল।

পূর্ব রেল জানিয়েছে, সাত দিনে প্রায় ৫৭ লক্ষ যাত্রী পরিবহণ করেছে হাওড়া ডিভিশনে। আর এই সংখ্যক যাত্রী পরিবহণ থেকে রেলের আয় হয়েছে প্রায় ১০.৩ কোটি টাকা। রেলের হিসেব অনুযায়ী, গড়ে সাত থেকে দশ লক্ষ যাত্রী হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে সফর করেছেন। শুধু তাই নয় অন্যান্য বছরের তুলনায় এই বছর রেকর্ড সংখ্যক ভিড় দেখা গিয়েছে। বহু মানুষ এই বছর ট্রেনে উঠেছেন বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

train rail coach

যাত্রী-সংখ্যা বেড়েছে ৩.৯৬ শতাংশ। পাশাপাশি, আয় বেড়েছে ৮.৯৬ শতাংশ। তবে শুধু হাওড়া ডিভিশনের কথা বললে ভুল হবে, শিয়ালদহ ডিভিশনেও দুর্গাপুজোর সময়ে ব্যাপক লোক হয়েছিল। রেল জানাচ্ছে, সপ্তমীর দিন শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে সব চেয়ে বেশি ভিড় হয়েছিল। সপ্তমীর দিন যাত্রী-সংখ্যা ছিল ১৯ লক্ষ ২৩ হাজার ৪৮০। গত বছরের তুলনায় এ বার ওই দিন প্রায় ১.৭৫ লক্ষ বেশি যাত্রী সফর করেছেন। শিয়ালদহ ডিভিশনে ওই দিন আয়ের অঙ্ক ছিল দু’কোটি ১০ লক্ষ ৩৭ হাজার ৩৮৫ টাকা। অন্যদিকে পঞ্চমী থেকে দশমীর মধ্যে অন্যান্য দিন আয় ১ কোটি ৫০ লক্ষ থেকে ১ কোটি ৯০ লক্ষের মধ্যে হয়েছে। পুজোর সময়ে শিয়ালদহ ডিভিশন ১১ কোটি টাকার কাছাকাছি আয় করেছে পূর্ব রেল।