পুজোর মরশুমে বাঙালিদের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের, পশ্চিমবঙ্গ পাবে এই বিশেষ সুবিধা

সামনেই উৎসবের মরশুম তাই এবার যাত্রীদের সুবিধার্থে আসন্ন উৎসবের সময় বিশেষ কয়েকটি ট্রেন চালাবে ভারতীয় রেল (Indian Railways)। দুর্গা পূজা থেকে ছট পূজা পর্যন্ত বিহার, বাংলা এবং পূর্ব উত্তর প্রদেশের জন্য পূজা বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই না, সেইসাথে পুজোর মরশুমের কথা মাথায় রেখে এবার ট্রেনগুলোতে বসানো হচ্ছে অতিরিক্ত কোচ।
উৎসবের সময় সবাই নিজেদের বাড়ি ফেরেন, তারপর আবার পুজো শেষ হলে যে যার নিজেদের কাজে ফিরে যান। কিন্তু হঠাৎ করেই যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় তখন ট্রেনে সিট পাওয়া খুবই জটিল এক ব্যাপার। সেই অসুবিধার কথা মাথায় রেখেই রেল এবার প্রতিটি ট্রেনের সাথে যোগ করবে অতিরিক্ত কামরা। সেই সাথে আরো একগুচ্ছ পরিষেবা শুরু করতে চলেছে রেল।
কোন কোন ট্রেনে অতিরিক্ত কোচ বসানো হচ্ছে: ২ সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের মিরাট এবং লক্ষ্ণৌ এর মধ্যে চলা রাজ্যরানি এক্সপ্রেসে রেল অতিরিক্ত একটি কোচ বসাতে চলেছে। সেই সাথে পঞ্জাব মেল, রাপ্তিগঙ্গা এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, শিয়ালদহ এক্সপ্রেস, অকাল তখ্ত এক্সপ্রেস, মালদা টাউন এক্সপ্রেসের মতো অনেক ট্রেনেই ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে এক থেকে দুটি অতিরিক্ত কোচ বসানো হচ্ছে।
মথুরা বৃন্দাবনের মধ্যে চলবে হাইস্পিড ট্রেন: প্রসঙ্গত কয়েকদিন আগেই ভারতীয় রেল ঘোষণা করেছিল যে, এবার মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার সময় ট্রেনে আরও কম সময় লাগবে। যাত্রীদের জন্য এবার হাই স্পিড ট্রেন পরিষেবা নিয়ে আসতে চলেছে রেল। উত্তর মধ্য রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রমোদ কুমার সম্প্রতি আগ্রা অঞ্চল পরিদর্শন করে বলেন যে, রেলওয়ে আগামী বছরের মধ্যেই মথুরা-বৃন্দাবনের মধ্যে হাই-স্পিড ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।
নতুন কতগুলো ট্রেন চালাবে রেল : গত ২৫ শে আগস্ট থেকে নয়াদিল্লী থেকে ইন্দোরের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন এক্সপ্রেস। এই ট্রেনটি বৃহস্পতি, শনি ও সোমবার সন্ধ্যা ৭:১৫ থেকে নয়াদিল্লি ছাড়বে এই ট্রেন এবং পরের দিন সকাল ৬:০৫ এ পৌঁছবে ইন্দোরে। যাওয়ার সময় এই ট্রেনটি ফতেহাবাদ, রতলাম এবং নাগদা হয়ে যাতায়াত করে।