বদলে যাবে ভোল, দুর্গাপুজোয় লোকাল ট্রেনের জন্য বিরাট প্ল্যান রেলের! শুনে চমকে যাবেন

আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হবে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর আগেই লোকাল ট্রেনগুলিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রেল (Indian Railways)। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই সিদ্ধান্তের আওতায় এবার ট্রেনেও বসবে এলইডি লাইট। এছাড়া রূপ ফিরতে চলেছে রেলস্টেশনগুলিরও। লোকাল ট্রেনে ভ্রমণ এখন যাত্রীদের জন্য আরও সহজ হবে। যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে দফায় দফায় কিছু না কিছু উদ্যোগ নিয়েই চলেছে ভারতীয় রেল। সম্প্রতি পূর্ব রেলের হাওড়া বিভাগে প্রথমবারের মতো লোকাল ট্রেনে এলইডি টিভি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এসবের মাঝেই আরও এক নয়া পদক্ষেপের পথে হাঁটল রেল।

দুর্গাপুজো আসছে। আর এই দুর্গাপুজোয় শহর থেকে জেলা আবার জেলা থেকে শহরে কাতারে কাতারে মানুষ ঠাকুর দর্শন করতে আসেন। বহু মানুষ আসেন ট্রেনে চেপে। এবারও সারা রাত ট্রেন চলবে পুজোতে বলে খবর। যাতে মানুষের বাড়ি ফিরতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখেই এই পদক্ষেপ নেওয়া হবে রেলের তরফে বলে খবর।

যদিও এবারে পুজোটা সকলের জন্য একটু আলাদা করার চেষ্টা করছে রেল। লোকাল ট্রেনে উঠে মানুষ যাতে বোর না হয় তার জন্য এলইডি লাইট লাগানোর ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, বিভিন্ন ছবি, নকশায় মুড়ে ফেলা হবে লোকাল ট্রেনকে বলেও শোনা যাচ্ছে কানাঘুষো।

আরও পড়ুনঃ বাংলায় আরও তিনটি বন্দে ভারত, চলবে এই রুটে! সঙ্গে বিরাট এক উপরি পাওনাও দিতে চলেছে রেল

অনেকেই হয়তো জানেন না যে শিয়ালদায় চারটি ডিপো রয়েছে, যেখানে লোকাল ট্রেন রক্ষণাবেক্ষণ করা হয়। এই চারটি ডিপো হল— নারকেলডাঙা, বারাসত, সোনারপুর এবং রানাঘাট। এখানেই লোকাল ট্রেনকে প্রাথমিকভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজ চলবে সব ক’টি শাখাতেই। যে রাজ্যে আঞ্চলিক উৎসব যে সময় পালিত হবে সেই জোনের মধ্যে যাতায়াতকারী ট্রেনগুলিতে এলইডি আলোয় সাজিয়ে তোলা হবে।