ভারতীয় রেলের সবথেকে বিরক্তিকর ট্রেন, ওঠার আগে ভাববেন একশো বার

কোথাও যাওয়ার কথা উঠলে সবথেকে আগে মাথায় আসে ট্রেনের কথা। যানজটের মত সমস্যা থাকেনা সেখানে। বেশ আরামে ঘুরে আসা যায়। এছাড়া নিজের ইচ্ছে এবং সাধ্যমত জেনারেল, স্লিপার অথবা AC এর টিকিট কাটতে পারেন আপনি। তবে কিছু ট্রেন রয়েছে যা মোটেই সুখকর নয়। তাদের মধ্যে একটি নিয়ে আলোচনা করবো আমরা।
আজ যে ট্রেন নিয়ে বলতে চলেছি অনেকই এই ট্রেনকে নিয়ে বেশ বিরক্ত থাকেন। একবার সেখানে চাপলে দ্বিতীয়বার চাপার আগে দুইবার ভাবতে থাকেন তারা। তবে বিকল্প না থাকার কারণে বাধ্য হয়ে অনেকেই চাপেন সেই ট্রেনে। এই ট্রেনের নাম হাওড়া-অমৃতসর মেল।
মোট ৬টি রাজ্যের ওপর দিয়ে চলে ট্রেনটি। পশ্চিমবঙ্গ থেকে শুরু, এরপর ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে হরিয়ানা এবং অবশেষে পাঞ্জাব। যাত্রাপথে মোট ২০০৫ কিমি দূরত্ব অতিক্রম করে ট্রেনটি। আর সেই দূরত্ব যেতে মোট ৩৭ ঘণ্টা ৩০ মিনিট সময় নেয় ট্রেনটি। হিসেব করলে দেখা যায় গড়ে মাত্র ৫৫ কিমি গতিতে চলে ট্রেনটি।
ট্রেনের এত কম গতি হওয়ার জন্য অনেক যাত্রীই বিরক্ত হয়ে পড়েন। শুধু তাই না, এই ট্রেনের আবার ঘন ঘন স্টপেজও রয়েছে। জানলে অবাক হবেন ১১১ জায়গায় থামে ট্রেনটি। আর এতেই অতিরিক্ত বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। অতি ঘনঘন থামে ট্রেনটি।
জানিয়ে রাখি হাওড়া থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছাড়ে ট্রেনটি। এরপর ৩ দিন সময় লাগে ট্রেনটির নিজের গন্তব্যে পৌঁছাতে। ৩ দিন পর সকালে ৮:৪০ মিনিটে অমৃতসর পৌছায় সেটি। ট্রেনটির স্লিপার কোচের ভাড়া ৭৩৫ টাকা, থার্ড এসির ভাড়া ১৯৫০ টাকা, সেকেন্ড এসির ভাড়া ২৮৩৫ টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া ৪৮৩৫ টাকা। ঘনঘন স্টপেজ থাকার কারণে ভাড়ার অংকও কিছুটা কম।