ভারতীয় রেল (Indian Railways) বলতে মানুষ অজ্ঞান। দেশের কোটি কোটি মানুষ ট্রেনে ভ্রমণ করেন। আপনিও কি ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। সকলেই জানেন যে ট্রেন ভ্রমণ অন্যান্য উপায়ের তুলনায় অনেকটাই সস্তা। ভারতীয় রেলকে ভারতের লাইফ লাইন বলা হয়। প্রত্যেকদিন দেশের কোটি কোটি মানুষ যে কোনও স্থানে যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনকেই চোখ বুজে ভরসা করেন। এই ট্রেনে করে পড়ুয়া, অফিস যাত্রী, পর্যটকরা ভ্রমণ করেন।
কিন্তু অনেকেই আছেন যারা রেলের কিছু নিয়ম সম্পর্কে জানেন না। তেমনই রেলের একটি বিশেষ নিয়ম আছে যেটি সম্পর্কে শুনলে আপনি হয়তো আকাশ থেকে পড়বেন। আজ এই প্রতিবেদনের রেলের তেমনই এক নিয়ম সম্পর্কে আলোচনা হবে। এই নিয়ম হল একটি টিকিটেই আপনি টানা ৫৬ দিন ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। রেলের একটি বিশেষ সুবিধা সম্পর্কে সিংহভাগ মানুষ জানেন হা একটি টিকিটের মাধ্যমেই আপনি অনেকদিন ট্রাভেল করতে পারবেন। আসুন তাহলে রেলের এই বিশেষ নিয়ম, টিকিট ও তার মূল্য সম্পর্কে আসুন আপনিও জেনে নিন বিস্তারিত।
রেলের এই বিশেষ টিকিটটির নাম হল ‘সার্কুলার জার্নি টিকিট।‘ যারা ট্রেনে করে ঘুরতে ভালোবাসেন মূলত তাঁদের জন্যই এই সার্কুলার জার্নি টিকিটের বন্দোবস্ত করা হয়। তবে আপনি জানলে অবাক হবেন, এই বিশেষ টিকিটটি কিন্তু কোনও টিকিট কাউন্টার থেকে কাটতে পারবেন না আপনি। এই বিশেষ টিকিটটি পেতে হলে আপনাকে আলাদা করে আবেদন করতে হবে। সেইসঙ্গে পুরো ট্রাভেল রুট সম্পর্কে রেলকে জানাতে হয়।
আপনিও যদি এই টিকিটটি বুক করতে চান তাহলে আপনাকে একটি বিশেষ জিনিস মাথায় রাখতে হবে। টিকিট কাটতে গিয়ে মাথায় রাখবেন, যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেখানেই যেন যাত্রাটি শেষও হয়। এই সার্কুলার জার্নি টিকিটের মেয়াদ হয় ৫৬ দিনের।