কিছু স্টেশন, যেখানে ট্রেন না দাঁড়ালেও কমে যায় গতি! কারণ জানলে চমকে যাবেন

ভারতের (India) উন্নতির পথে রেল (Indian Railways) পরিষেবার ভূমিকা অপরিসীম। দেশের প্রতিটি প্রান্তেই পৌঁছে যাওয়া সম্ভব এই রেল পরিষেবার মাধ্যমে। আর সেজন্যই রেলকে বলা হয় দেশের লাইফলাইন। কিন্তু রেল সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা সাধারণ মানুষের কাছে অজানা। আর তেমনই কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা।

ট্রেনে যাওযার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, কোনো ট্রেন স্টেশন পেরোনোর সময় নিজের গতি অনেকখানি কমিয়ে দেয়। এমনকি যে স্টেশনে ট্রেন থামেনা সেখানেই গতি কমে যায়। কিন্তু জানেন কি এমনটা কেন হয়? চলুন সেকথা জানাই আপনাদের।

আসলে কিছু স্টেশনে ট্রেন না থামলেও ট্রেনের গতি বেশ অনেকখানি কমে যায়। আসলে স্টেশনের মধ্যে দিয়ে যাওযার সময় চালকদের উচ্চ গতিতে যাওয়ার নির্দেশ দেওয়া থাকে। এছাড়া স্টেশনে একগুচ্ছ ট্র্যাক একে অপরের সাথে মিশে রয়েছে। সেখানেও উচ্চ গতিতে পেরোনো এক সমস্যার বিষয়।

train 7 1 1 4

যেহেতু বড় স্টেশনের আগে অনেক ট্রাক ছড়িয়ে রয়েছে এবং স্টেশনে ঢোকার আগে ট্রেনকে কয়েকবার বদল করতে হয়, তাই ট্রেনের গতি কমানোর নির্দেশ থাকে। আবার অনেক সময় মেন লাইনে কাজ চলে। তখন প্লাটফর্ম লাইনের উপর দিয়ে পেরোয় ট্রেন। তখন আবার গতি কমিয়ে ফেলতে হয়।