‘বাথরুম থেকে আসছি” টিকিট কাউন্টারের সামনে বোর্ড লাগালেন রেল কর্মী! ভিডিও ঘিরে হাসির রোল

রেল (Indian Railways) বর্তমানে তরতর করে এগিয়ে চলেছে আধুনিকরণের পথে। যাত্রীরা এখন বাড়িতে বসেই আরামসে নিজের টিকিট বুক করে নিতে পারেন। কিন্তু অনেক সময় অনলাইনে টিকিট কাটতে আমরা ভুলে যাই, আবার অনলাইনে টিকিট বুক করতে জানেন না এমন সংখ্যাটাও নেহাত কম নয়।

অফলাইন কাউন্টারে আজও দীর্ঘ লাইন পড়ে টিকিট বুক করার জন্য। এমন অবস্থায় যাত্রীরা টিকিটি কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান ট্রেনের টিকিট কাটতে। কিন্তু এবার রেলের টিকিট কাউন্টারের এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়েছেন অনেকে।

অনেক সময় এমন হয় যে, এদিকে লম্বা লাইন পড়েছে ট্রেনের টিকিট কাউন্টারে, আর ওদিকে টিকিট দেবার জন্য কোনো লোক নেই। রেলের টিকিট কাউন্টারে সারাদিন বসে থাকা অবশ্য সহজ ব্যাপার না, যিনি টিকিট দিচ্ছেন তিনিও একজন মানুষ। একটানা বসে থাকাটা তার জন্যেও সমস্যার। সেইজন্য অনেক টিকিট কাউন্টারে টিকিট যারা দেন তারা সাইনবোর্ড লাগিয়ে, কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে নেন।

তবে এই সাইনবোর্ড নিয়েই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। জানা যাচ্ছে ভিডিওটি আসলে বিহারের পাটনা স্টেশনের। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে আপনি নিজের হাসি থামাতে পারবেন না। ভিডিওতে আপনি একটি টিকিট কাউন্টার দেখতে পাবেন যেখানে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে। সেখানে লেখা “বাথরুম সে আ রহে হ্যায়”, অর্থাৎ বাথরুম থেকে আসছি।

সাইনবোর্ড থেকে বোঝাই যাচ্ছে যে, টিকিট অপারেটর প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছেন আর তাই এমন সাইনবোর্ড লাগানো রয়েছে। কিন্তু এই সাইনবোর্ডের ভিডিও ক্রমশই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আর যারা এটি দেখছেন তারা নিজের হাসি থামাতে পারছেন না। ভিডিওটি টুইটার ব্যবহারকারী হিমাংশু দুটি হাসির ইমোজি সহ শেয়ার করেছেন, আর ক্যাপশন দিয়েছে “পাটনা জংশন”।

ভাইরাল ওই ভিডিওটি এখনো পর্যন্ত ১ লক্ষ ৩২ হাজার মানুষ দেখে নিয়েছেন। অনেকে কমেন্ট সেকশনে মজার মজার সব মন্তব্য করেছেন। সেইসাথে অনেকে প্রশংসা করেছেন টিকিট অপারেটরের। কমেন্ট সেকশন এখন ভরে উঠেছে বিভিন্ন হাস্যস্পদ কমেন্টে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button