গতির দিক থেকে বুলেট ট্রেনকেও হার মানাল ‘বন্দে ভারত এক্সপ্রেস”! গড়ল নতুন রেকর্ড

ভারতের (India) সেমি হাই স্পীড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) দিন দিন রেকর্ড বানাচ্ছে। ট্রেনের (train) ডিজাইন থেকে নির্মাণ পুরোটাই হয়েছে ভারতে। আর এবার এই ট্রেন পিছনে ফেলেছে বুলেট ট্রেনকে (Bullet Train)! রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে ট্রেনের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়েছেন কীভাবে বুলেট ট্রেনকে পিছনে ফেলে এগিয়ে যেতে চলেছে এই ট্রেন।
জানা যাচ্ছে মাত্র ৫২ সেকেন্ডের মধ্যেই শুন্য থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা স্পিড তুলতে পারে এই ট্রেন। সেখানে জাপানের তৈরি বিখ্যাত বুলেট ট্রেন এই গতি তুলতে সময় নেয় ৫৫ সেকেন্ড। সেই হিসেবে বুলেট ট্রেনকেও পিছনে ফেলেছে বন্দে ভারত। শুধু তাই না, গতির পাশাপশি কাজ হয়েছে ট্রেনের ঝাঁকুনির ওপরেও।
এতদিন ট্রেনে চড়লে মানুষকে বেশ বেগ পেতে হতো ট্রেনের ভিতরের ঝাঁকুনির জন্য। কিন্তু এবার নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস সামনে এসেছে তাতে এরকম কোনো সমস্যাও হবে না। রেলমন্ত্রীর তরফে জারি করা এক ভিডিওতে দেখা যাচ্ছে ১৮০+ গতির পরেও গ্লাসের মধ্য থেকে জল বাইরে বেরিয়ে পড়ছে না।
মেড ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে অনেক ফ্ল্যাগশিপ প্রোজেক্ট শুরু করেছে রেল মন্ত্রক। ভারতে যে উন্নতমানের প্রযুক্তি তৈরি হচ্ছে তারই প্রমাণ এই বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের এই ট্রায়াল হয়েছিল রাজস্থানের কোটা থেকে নাগদা রেল স্টেশন পর্যন্ত। সেখানেই ট্রায়ালের সময় ১৮০+ গতি সহ ছুটতে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। আর সর্বোচ্চ ১৮৩ কিমি বেগে ছুটে এই ট্রেন।
ইতিমধ্যেই সারাভারত থেকে সরকারের এই সাফল্যের জন্য অনেক অভিনন্দন এসেছে। জনগণের পাশপাশি অভিজাত মহল থেকেও এসেছে প্রশংসার ঝড়। Paytm এর প্রতিষ্ঠাতা বিজয় শর্মা এটিকে একটি ‘গর্বের মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘এটি একটি গর্বের মুহূর্ত যে সম্পূর্ণরূপে ভারতে তৈরি আমাদের বন্দে ভারত ট্রেন শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছানোর ক্ষেত্রে বুলেট ট্রেনকেও ছাড়িয়ে গেছে।’
Our Vande Bharat pic.twitter.com/7SOAtu9mhV
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 22, 2022
প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ১৮ নামে পরিচিত। বর্তমানে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালাচ্ছে রেল মন্ত্রক। দিল্লী থেকে কাটরা এবং দিল্লী থেকে বারাণসী। এই দুই রুটে আপাতত ট্রেন ছুটছে। এছাড়া এই ট্রেনের কোচের মধ্যেকার চেয়ার গুলোকে ১৮০ ডিগ্রী পর্যন্ত ঘোরানো সম্ভব।