রেল যাত্রীদের জন্য বড় খবর, এখন রিজার্ভেশন ছাড়াই করতে পারবেন সফর! পাবেন নিশ্চিত সিটও

আপনিও যদি যাতায়াত করার জন্য ভারতীয় রেল (Indian Railways) ব্যাবহার করে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আমরা। এবার থেকে রিজার্ভেশন ছাড়াই অনেক ট্রেনে ভ্রমণ করতে পারবেন আপনারা। এতদিন এই ট্রেন গুলোতে শুধুমাত্র রিজার্ভ টিকিট কেটেই চাপতে পারতেন যাত্রীরা এবার সেই নিয়মে বড়সড় বদল এনেছে রেল।

রেলের নতুন নোটিফিকেশন অনুযায়ী রিজার্ভেশন ছাড়াই 8 জোড়া ট্রেনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এছাড়া রিজার্ভেশন ছাড়া সেকেন্ড ক্লাস স্লিপারেও ভ্রমণ করতে পারেন আপনি। দেখেনিন কোন 8 টি ট্রেনে এই সুবিধা পাচ্ছেন আপনি। দেখে নিন কবে থেকে কোন ট্রেনে অসংরক্ষিত আসনে যেতে পারেন আপনি।

1. ট্রেন নং 14703/04
যাত্রাপথ: জয়সলমের-লালগড়-জয়সালমের
আগামী 14 সেপ্টেম্বর থেকে ট্রেনের সেকেন্ড ক্লাস স্লিপার কোচে বিনা রিজার্ভেশনেও চাপতে পারবেন আপনি।

2. ট্রেন নং 19735/36
যাত্রাপথ: জয়পুর-মারওয়ার জংশন-জয়পুর।
18 সেপ্টেম্বর থেকে সেকেন্ড ক্লাস স্লিপার কোচে অসংরক্ষিত আসনের সুবিধা উপলব্ধ করা হবে।

3. ট্রেন নং 04701/02
যাত্রাপথ : বাথিন্দা-লালগড়-বাথিন্ডা ট্রেনে,
01 সেপ্টেম্বর থেকে যাত্রীদের সুবিধার্থে দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচগুলিতে অসংরক্ষিত ক্লাস এর সুবিধা পাওয়া যাবে।

4. ট্রেন নং 04753/54
যাত্রাপথ : বাটিন্ডা-শ্রীগঙ্গানগর-বাঠিন্ডা ট্রেনে
এক্ষেত্রেও 01 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাস এর সুবিধা পাওয়া যাবে।

5. ট্রেন নং 04835/36
যাত্রাপথ : হিসার-রেওয়ারি-হিসার
যাত্রীদের জন্য 01 সেপ্টেম্বর থেকেই রিজার্ভেশন তুলে দেওয়া হচ্ছে এই ট্রেনের।

6. ট্রেন নম্বর 14737/38
যাত্রাপথ :ভিওয়ানি-তিলকব্রিজ-ভিওয়ানি
01 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় স্লিপার কোচে অসংরক্ষিত আসনে যেতে পারবেন যাত্রীরা।

7. ট্রেন নম্বর 14823/24
যাত্রাপথ: যোধপুর-রেওয়ারি-যোধপুর
এক্ষেত্রে একটু দেরী হবে অসংরক্ষিত আসনে ভ্রমন করার জন্য। 16 ডিসেম্বর থেকে যাত্রীরা এই ট্রেনের অসংরক্ষিত ক্লাসের সুবিধা পাবেন।

8. ট্রেন নং 19327/28
যাত্রাপথ : রতলাম-উদয়পুর সিটি-রতলাম ট্রেনে
রেলের ঘোষনা অনুযায়ী আগামী 05 ডিসেম্বর থেকে মিলবে অসংরক্ষিত ক্লাসে যাতায়াতের সুবিধা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button