শিয়ালদহ শাখায় ১০০ কিমি বেগে ছুটবে লোকাল, চলবে দিঘা পর্যন্ত ট্রেন! ব্যাপক উদ্যোগ রেলের

ভারতীয় রেলকে (Indian Railways) নয়া রূপে সাজাচ্ছে সরকার। একসময় ভারতীয় রেলের বদনাম ছিল অত্যন্ত দেরী করার, কিন্তু বর্তমানে সেই বদনাম কিছুটা হলেও মুছেছে। ট্রেনের গতি অনেকটা বাড়িয়েছে রেল। এবার বাড়তে চলেছে শিয়ালদহ (Sealdah) ডিভিশনের সমস্ত শাখায় ট্রেনের গতি। ইতিমধ্যেই ট্রেনের গতি বাড়ানোর জন্য দ্রুত শেষ করা হয়েছে লাইন থেকে শুরু করে সিগন্যালের উন্নয়ন। এরপর শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত পাওয়া বাকি।
শিয়ালদহ ডিভিশনে আগে ৮০ থেকে ৯০ কিমি প্রতি ঘন্টা বেগে যে ট্রেন গুলো চলত এবার সেগুলির গতিবেগ বাড়িয়ে ১০০ কিমি প্রতি ঘন্টা করে দেওয়া হয়েছে। রেলের এই পদক্ষেপ নিয়ে শিয়ালদহের ডিআরএম এস পি সিং বলেন, “গতি বাড়লে সময় সাশ্রয় যেমন হবে তেমনই ট্রেন চলাচলের মাঝে লাইন ফাঁকা থাকবে। ওই সময় মালগাড়ি চালানো হবে, প্রয়োজনে বাড়ানো হবে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা।”
কোন কোন ট্রেনের গতি বাড়ানো হবে :
বারুইপুর—নামখানা
বারুইপুর—লক্ষ্মীকান্তপুর
বারুইপুর—মথুরাপুর
মথুরাপুর—লক্ষ্মীকান্তপুর
লক্ষ্মীকান্তপুর—নামখানা।
এই লাইনগুলোতে যে ট্রেন চলতো সেখানে এলেজ গড় গতিবেগ ছিল ৮০ কিমি প্রতিঘন্টা, এবার সেই বেগ বাড়িয়ে ১০০ কিমি প্রতি ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে রেল।
উপরোক্ত ট্রেন গুলো ছাড়াও বনগাঁ শাখার রানাঘাট—বনগাঁ রুটে এবং দমদম—বনগাঁ রুটে যেখানে বর্তমানে ট্রেনের গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার, সেখানে এবার বাড়িয়ে ১০০ কিমি করবে রেল। তাছাড়াও রেল গতি বাড়াবে শিয়ালদহ—নৈহাটি শাখায়, নৈহাটি—রানাঘাট, রানাঘাট—গেদে আর রানাঘাট—কৃষ্ণনগর শাখাতে। প্রতিটি ক্ষেত্রেই ১০০ কিমি বেগে ট্রেন ছোটাবে ভারতীয় রেল।
বর্তমানে শিয়ালদহ ডিভিশনে দৈনিক ২০ লক্ষ যাত্রীর আনাগোনা হয়। আর সেই কারণে ট্রেনের মধ্যে থাকে প্রচণ্ড ভিড়। এবার এই পরিস্থিতিতে বদল আনতেই ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। গতি বাড়ালে মাঝখানে আরো ট্রেন চালাতে পারবে রেল কর্তৃপক্ষ।

এছাড়া শিয়ালদহ ডিভিশনের বারাসত—হাসনাবাদ, বারুইপাড়া—ডায়মন্ডহারবার, কৃষ্ণনগর—লালগোলা, বালিগঞ্জ—কড়েয়া শাখাতে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে ট্রেনের গতি। এর আগে এই শাখাতেও মাত্র ৮০ কিমি বেগে ছুটছিল ট্রেন, এখন তা বেড়ে হয়েছে ১০০ কিমি প্রতিঘন্টা। প্রসঙ্গত সেপ্টেম্বরে প্রকাশিত হবে রেলের নতুন টাইম টেবিল। সেখানে দূরপাল্লার তিনটি ট্রেন চালাবে রেল। সপ্তাহের শনি ও রবিবার শিয়ালদহ—দিঘা ট্রেন চালাবার কথা রেলের। আর বাকি দুই ট্রেন হলো শিয়ালদহ—কামাখ্যা আর শিয়ালদহ—বিশাখাপত্তনম।