লাগবে না একটাও টাকা, ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে! কাদের এই সুবিধা দিচ্ছে রেল?

বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনকে ট্র্যাকে নামিয়ে একপ্রকার নজির গড়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই ট্রেনকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। যত সময় এগোচ্ছে ততই এই ট্রেনকে মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে।

এমন কোনও দেশবাসী বাকি নেই যে একবার হলেও এই ট্রেনে ওঠার ইচ্ছাপ্রকাশ করেননি। আপনিও কি কোনওদিন এই ট্রেনে উঠেছেন? বা ওঠার পরিকল্পনা করেছেন? আচ্ছা একবার ভাবুন তো, হাজার হাজার টাকা খরচ না করে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো সেমি হাইস্পিড ট্রেনে আপনিও যদি উঠতে পারেন আবার তাও বিনামূল্যে তাহলে কেমন হয়? হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তবে বিনামূল্যে ট্রেনে উঠতে পারবেন পড়ুয়ারা। যদিও রয়েছে একটি বিশেষ ব্যাপার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে ওড়িশার নির্বাচিত পড়ুয়াদের বন্দে ভারত ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। একটি প্রতিযোগিতার মাধ্যমে সরস্বতী বিদ্যা মন্দিরের ৫০ জন পড়ুয়াকে বাছাই করা হবে, যারা বন্দে ভারত ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন, তাও আবার বিনামূল্যে। কটকে সরস্বতী বিদ্যা মন্দির স্কুল নির্মাণের আগে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণা করেন।

vande bhara ashwini

রেলমন্ত্রী আরও জানান, “শিক্ষার্থীরা যখন বন্দে ভারত ট্রেনটি দেখেছিল, তখন তারা এতে ভ্রমণ করতে আগ্রহী ছিল। এ অবস্থায় প্রতিযোগিতার মাধ্যমে ৫০ জন শিক্ষার্থীকে বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরী ও হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ওড়িশার মোট ২৫টি স্টেশন সহ ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।