কাশ্মীর সফর এখন আরও রোমাঞ্চকর, চোখ ধাঁধিয়ে যাবে আপনারও! বড় সিদ্ধান্ত রেলের

যত সময় এগোচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) রূপরেখা আমূল বদলে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেলও যেন আপগ্রেড হচ্ছে। রেল যাত্রীদের কিভাবে আরো নিত্যনতুনভাবে সুযোগ-সুবিধা দেওয়া যায় তার জন্য দিনরাত এক করে কাজে লেগে পড়েছে ভারতীয় রেল। এখন হাইটেক সম্পন্ন প্রিমিয়াম ট্রেনে ওঠার জন্য বিদেশে যাওয়ার দরকার পড়ে না কারণ ভারতের বুকেই এখন তেজস এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস-এর মতন ট্রেন চলাচল করছে। যাত্রীদের সুখ, স্বাচ্ছন্দ্য, চাহিদার কথা ভেবে আরো কিছু ট্রেন আনার বন্দোবস্ত করছে রেল। এরই মাঝে এবার বড় রকমের চমক দিল উত্তর রেলওয়ে।

   

আপনি যদি সম্প্রতি জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত খবর, যা শুনলে খুশিতে লাফিয়ে উঠবেন আপনিও। যারা নিসর্গ কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য একটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে উত্তর রেলওয়ে। এই ট্রেনে করেই আপনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

১৯ ই অক্টোবর, উত্তর রেলওয়ে ভিস্তাডোম কোচ যুক্ত করেছে, যা আপনাকে কাশ্মীরের উপত্যকার ভ্রমণের একটি দারুণ অভিজ্ঞতা দেবে। একটি ভিস্তাডোম কোচে বসে, আপনি সুন্দর কাশ্মীর উপত্যকার দর্শন করতে পারেন। বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত ১৩৫ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি উপত্যকার একটি সুন্দর এবং মনোমুগ্ধকর চিত্র উপস্থাপন করে। রেলের বিশ্বাস, এর ফলে জম্মু ও কাশ্মীরের পর্যটকদের উৎসাহ আরো বাড়বে।

এই কোচে রয়েছে বিমানের মতো আসন, যা ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। আরামদায়ক সিটে বসেই যাত্রীরা তাদের চারপাশের একটি মনোরম চিত্র দেখতে পান। এই কোচে গ্লাস গম্বুজের ছাদ, স্বয়ংক্রিয় বা অটোমেটিক দরজা এবং এলইডি স্ক্রিনের মতো সুবিধা রয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ট্রেনের এই বিশেষ কোচে উঠতে হলে আপনার পকেট থেকে কত খসবে? এই প্রসঙ্গে উত্তর রেলওয়ে জানিয়েছে, ট্রেনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪০ টাকা। ভিস্তাডোম কোচটিতে ৪০টি আসন রয়েছে।

kashmir vistadome

জানা গিয়েছে, এই ট্রেন সপ্তাহে ৬ দিন ছুটবে। সারাদিনে দুটি ট্রিপ মারবে এই ট্রেন। উত্তর রেলের তরফে জানানো হয়েছে, ৪০ আসনের ভিস্তাডোম কোচগুলি বানিহাল থেকে বুদগাম এবং বারামুল্লা স্টেশন পর্যন্ত চলবে এবং শীত ও গ্রীষ্মে এসি চালু থাকবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে কোচগুলি তৈরি করেছে। শীত এবং গ্রীষ্মের দুই সময়েই এই ট্রেন চলবে।