ভারতের সবচেয়ে বড় নামের রেল স্টেশন, যা উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে! জানেন কোথায় আছে?

ভারতে সংযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্রই হলো রেল (Indian Railways) ব্যবস্থা। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল ব্যবস্থার সাহায্যেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান। খরচ কম হওয়ার পাশাপাশি আরামে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল ব্যাবস্থার জুড়ি নেই। আর এই কারণে ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফলাইন। কিন্তু আজ আমরা রেলওয়ের সাথে জড়িত এমন এক তথ্য জানাতে চলেছি যা খুব কম জনই জানে।
ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করে। একই সময় রেলপথ সস্তা এবং আরামে যাতায়াত করা যায়। ভারতে ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু হয় রেল লাইনের স্থাপনা। তবে আজকের মডার্ন রেলওয়ের সূচনা হয় ভারতের স্বাধীনতার পর।
ভারতের প্রতিটি স্টেশনের সাথেই জড়িয়ে রয়েছে কোনো না কোনো গভীর ইতিহাস। ভারতে এমন অনেক রেলস্টেশন রয়েছে যার নামের মধ্যে রয়েছে বিশেষ কিছু বিশেষত্ব। এবার কিছু স্টেশনের নাম বেশ মজার। আপনারা অনেকেই স্টেশনের বড় বড় নাম দেখেছেন। কিন্তু জানেন কী দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কি? এতই বড় যে একবারে পুরো নাম উচ্চারণ করতে কষ্ট হবে।
আমরা আগেই জানিয়েছি দেশের ক্ষুদ্রতম রেলস্টেশনের নাম ওড়িশায় অবস্থিত ‘IB” দেশের ক্ষুদ্র নামের রেলস্টেশন। কিন্তু আজ দীর্ঘতম নামের রেলস্টেশনের ব্যাপারে জানাবো। এই রেল স্টেশনটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। রেলস্টেশনের বানান এমন যে অনেকই ঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। এমনকি এখানে এমন কিছু নাম রয়েছে যা ইংরেজি বর্ণমালাতে নেইই!
কী নাম স্টেশনের : দেশের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম ‘Venkatanarasimharajuvaripeta”। ২৮ টি অক্ষর সমেত তৈরি এই রেল স্টেশনের নাম পড়তে দাতকপাটি লেগে যাবে অনেকের। এটি অন্ধ্রপ্রদেশের একদম শেষে তামিলনাড়ুর পাশে অবস্থিত।