ট্রেন (Train) চালানোর মতো গুরুগম্ভীর দায়িত্ব তাঁর কাঁধেই থাকে। প্রত্যেকদিন কোটি কোটি রেল (Indian Railways) যাত্রীর নিরাপত্তা ও তাদের যে যার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁরই। আজ এই প্রতিবেদনে আলোচনা হচ্ছে ট্রেনের ড্রাইভারকে নিয়ে। ট্রেনের ড্রাইভারকে ভারতীয় রেলের ভাষায় লোকো পাইলট (Loco Pilot) বলা হয়।
লোকো পাইলটের চাকরিকে ভারতীয় রেলের গ্রুপ বি-র অন্তর্গত করা হয়েছে। লোকো পাইলট হওয়া কিন্তু মোটেই মুখের কথা নয়। আপনিও যদি রেলের এই বিশেষ দায়িত্ব পালন করতে চান তাহলে আপনাকে যে কোনও বোর্ড থেকে দশম বা দ্বাদশ শ্রেণি পাশ করা থাকতেই হবে। সেইসঙ্গে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতেই হবে। এই পদের জন্য আবেদনকারীকে মেকানিকাল, ইলেকট্রনিক বা অটোমোবাইল নিয়ে ২ বছরে আইটিআই কোর্স করে থাকা জরুরি।
যদিও রেলের এই লোকো পাইলটদের মাস প্রতি বেতন কত হয় সে সম্পর্কে কিছু জানেন কি? যদি না জানা থাকে তাহলে অবশ্যই ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। লোকো পাইলটের পদে যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট করাতে হয়। এছাড়া লোকো পাইলটের বেতন ম্যাট্রিক্স লেভেল অনুযায়ী হয়। সিনিয়র হলে বেতন পরিকাঠামোতে অনেক বদল আসে। উভয় স্তরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় লিখিত ও উত্তীর্ণ হতে হবে। লোকো পাইলট বেতন ম্যাট্রিক্স লেভেল অনুযায়ী হয়। সিনিয়র হলে বেতন পরিকাঠামোতে অনেক বদল আসে।
আপনি যদি একজন নতুন লোকো পাইলট হন তাহলে আপনার বেসিক স্যালারি হতে পারে আনুমানিক ১৯,৯০০ টাকা। এর সঙ্গে থাকে এইচআরএ, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, পরিবহন ভাতা ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা।
লোকো পাইলটদের অবশ্যই সপ্তাহে কমপক্ষে ৩৬ ঘন্টা কাজ করতে হবে। এছাড়া আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনি এই টাকাও পেয়ে যাবেন। লোকো পাইলট বেতন ম্যাট্রিক্স লেভেল অনুযায়ী হয়। সিনিয়র হলে বেতন পরিকাঠামোতে অনেক বদল আসে।কো পাইলট বেতন ম্যাট্রিক্স লেভেল অনুযায়ী হয়। সিনিয়র হলে বেতন পরিকাঠামোতে অনেক বদল আসে।