ভারতে প্রথম, চিত্তরঞ্জনেই সবথেকে অত্যাধুনিক ‘বন্দে ভারত” তৈরি করছে রেল! থাকবে এই বিশেষ বৈশিষ্ট্য

এবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে (Vande Bharat Express) নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল রেল (Indian Railways)। জানা গিয়েছে, আমূল বদলে ফেলা হচ্ছে এই সেমি হাইস্পিড ট্রেনকে। বন্দে ভারত ট্রেনের এর ইঞ্জিন হবে এবার নতুন ডিজাইনের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এরোডায়নামিক ভাবে বদল করা হবে নতুন বন্দে ভারত ট্রেনের। আর এই নয়া ইঞ্জিন তৈরি হবে বাংলার (West Bengal) বুকেই। চিত্তরঞ্জনে (Chittaranjan) তৈরি হবে এই বিশেষ রেল ইঞ্জিন, সংবাদমাধ্যমকে জানিয়েছেন জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস।

এমনকি যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিমানে যেমন ব্ল্যাক বক্স (Black box) থাকে ঠিক তেমনই এবার এই বন্দে ভারত ট্রেনের মধ্যে কবচ ইন্সটল করার চিন্তা ভাবনা রয়েছে রেলের। রেল আধিকারিকরা জানাচ্ছেন, পেছনে ইঞ্জিন থাকলেও সামনের ইঞ্জিন থেকেই পেছনের ইঞ্জিনকে কন্ট্রোল করা যাবে সামনে থেকে। অর্থাৎ একজন লোকো পাইলটই দুই প্রান্তে দুটি ইঞ্জিনকে একসঙ্গে কন্ট্রোল করতে পারবেন।

ইতিমধ্যে প্রস্তুতি অবধি শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ২ ইঞ্জিন সেপ্টেম্বর মাসেই সম্পূর্ণ হয়ে যাবে বলে রেল কর্মচারীরা জানান। শুধু তাই নয়, এই কাজে সফল হলে আরও ইঞ্জিন তৈরি করার বরাত এই চিত্তরঞ্জন রেল কারখানা পাবে বলে আশাবাদী রেল। রেল সূত্রে খবর, আধুনিক ইঞ্জিনের পাশাপাশি পাশাপাশি রয়েছে অত্যাধুনিক সিগনালিংয়ের ব্যবস্থাও। লোকো পাইলট নিজের কন্ট্রোল রুম থেকেই মনিটরের মাধ্যমে বিশেষ লাইটের মাধ্যমে সিগনেলিং ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারবেন বলে খবর।

বর্তমান সময়ে  যত সময় এগোচ্ছে এই বন্দে ভারত ট্রেন মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করছে। এই ট্রেনের মধ্যে থাকা হাইটেক জিনিসপত্র, আসন, পরিষেবা সবেতেই একপ্রকার মুগ্ধ মানুষ। মানুষ চাইছেন আরও বেশি বেশি করে এই ট্রেনগুলি চালানো হোক।