মাত্র ৫ হাজার টাকায় ভারতের এই স্বপ্নের শহর ঘুরে দেখার সুযোগ, দারুণ অফার IRCTC-র

ভারতীয় রেল (Indian Railways) ভারতীয়দের লাইফলাইন। জনগণের প্রাণকেন্দ্র বলা হয় এই রেল যোগাযোগ ব্যবস্থাকে। মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে হামেশাই নতুন নতুন অফার নিয়ে আসে রেল মন্ত্রক। সম্প্রতি রেল আরো এক দূর্দান্ত অফার নিয়ে এলো জনগনের জন্য। সুবিধা তো বটেই তার সাথেই কিছুটা চমকপ্রদও বটে রেলের এই নতুন বিজ্ঞপ্তিটি।

সম্প্রতি আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) এর তরফ থেকে দেওয়া হয়েছে দুর্দান্ত অফার। উৎসবের মরশুমে আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই অফারটি আপনার জন্যই। প্রাপ্ত তথ্য অনুসারে, IRCTC ৩ দিনের উদয়পুর সিটি ট্যুর প্যাকেজ চালু করেছে।

এখন আপনার যদি উদয়পুর যাওয়ার কোনো পরিকল্পনা থাকে তাহলে আর দেরি না করে জলদি বুক করে ফেলুন। প্রসঙ্গত জানিয়ে রাখি, প্যাকেজটি ৩ দিন এবং ২ রাতের জন্য। হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই রয়েছে এই প্যাকেজে। কম খরচে হ্রদের শহর উদয়পুর ভ্রমণ করতে চাইলে এই সুযোগটি মিস করবেন না।

রেল মন্ত্রক দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্যাকেজটি চলতি মাসের ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং লাক্সারি এই তিন ধরনের অফার রয়েছে এতে। প্যাকেজের নূন্যতম বাজেট হলো ৫৩৮০ টাকা। তবে জানিয়ে রাখি, এতে আপনার থাকা এবং খাওয়ার খরচ রেল বহন করলেও উদয়পুর পৌঁছানোর খরচ কিন্তু রেল দেবেনা। অর্থাৎ উদয়পুর পৌঁছানোর খরচ আপনাকেই বহন করতে হবে।

উদয়পুরে পৌঁছালে সেখানে থেকে একটি টিম আপনাকে রিসিভ করে সিটি প্যালেস ও ফতেহসাগর লেকে নিয়ে যাবে। লেকে নৌকা বাইচ উপভোগ করতে পারবেন। সেখানে হোটেলে আপনার থাকার ব্যবস্থা করা হবে। পরের দিন সকালের জলখাবারের ব্যবস্থা রেলের তরফ থেকেই করা হবে।

udaipur lake city udaipurian

সেখান থেকে একলিংজি মন্দির, হলদি ঘাটি এবং নাথদ্বারা নিয়ে যাওয়া হবে। এবং যাত্রার শেষ দিনে সকালের জলখাবারের পর দেখানো হবে কুম্ভলগড় দুর্গ। তাই বেশি দেরি না করে অবিলম্বে ব্যাগ প্যাক করে পাড়ি দিয়ে দিন উদয়পুরের উদ্দেশ্যে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button