এবার ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও কাটা যাবে রিজার্ভেশন টিকিট! দারুণ উদ্যোগ রেলের

ভারতীয় রেল (Indian Railways) বর্তমানে বেশ কয়েকটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আধুনিক হচ্ছে রেলের পুরো পরিষেবা। এবার রেলের তরফে দেওয়া হয়েছে একটি নতুন ডিভাইস। সেটির মাধ্যমে এবার দূরে ভ্রমণের আগে অনলাইনের সিট রিজার্ভ করা যাবে।
ট্রেনের সিট খালি রয়েছে কিনা সেটাও বলে দেব এই ডিভাইস। সম্প্রতি ৪ টি জোনাল রেলে এই টিকিটিং সিস্টেম যুক্ত হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য রেল এই নতুন পরিষেবা শুরু করেছে। সাথে সমস্ত জোনেই এই পরিষেবা শুরু হতে চলেছে।
আসলে এতদিন হঠাৎ কোথাও যাওযার প্রয়োজন পড়লে টিকিট পাওয়া অসম্ভব হয়ে পড়ে। এমতঅবস্থায় যাত্রীদের যাতে টিকিটের কোনো অসুবিধা না হয় সেজন্য এমন ব্যবস্থা নিয়েছে রেল। ওয়েস্টার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ের মতো চারটি জোন ছাড়াও নর্থ রেলওয়ে সাধারণ মানুষের সুবিধার জন্য এই ডিভাইসটি দিতে চলেছে।
এই ডিভাইসটির নাম HHT অর্থাৎ Hand Held Terminal। সেখানে জানা যাবে যাত্রীরা ট্রেনে জায়গা পাবেন কিনা। কোনো যাত্রী ট্রেনের টিকিট বাতিল করলে তাহলে আসনটি পেয়ে যেতে পারেন আপনি। ডিভাইসের ফলে যাত্রীরা আসন বুকিংয়ের জন্য আবেদন করতে পারেন। সেখানে আপনি নিজেই সিট বুক করতে পারবেন।
জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত রেল এরকম ৪২,৩০০টি ডিভাইস দিয়েছে TTE দের। সরাসরি রেলের সার্ভারের সাথে যুক্ত থাকায় সহজেই আসন পেয়ে যেতে পারেন আপনি। ৪টি জোনে এরকম টিকিট দেওয়ার ব্যবস্থা শুরু করা হয়। ২০২৪ সালের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে, নর্থ রেলওয়ের যাত্রীদের এই ডিভাইসটি সমস্ত TTE দের দেওয়া সম্পূর্ন হবে।