মুম্বাইয়ের লাইফলাইন যদি লোকাল ট্রেনকে বলা হয়, তাহলে পশ্চিমবঙ্গেরও (West Bengal) লাইফলাইন এই লোকাল ট্রেনকে যদি বলা হয় তাহলে খুব ভুল হবে না। প্রতিদিন লাখ লাখ মানুষ এই লোকাল ট্রেনে করে যে যার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।
পুরুষ, মহিলা, শিশু, বিক্রেতা নির্বিশেষে সকলেই এই লোকাল ট্রেনে যাতায়াত করেন কম খরচায়। যদিও ট্রেনে চুরি, ছিনতাইয়ের ঘটনা প্রায়শই শোনা যায়। যে কারণে মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে দিয়ে ট্রেনে ভ্রমণ করেন। যদিও আর সেসবে চিন্তার বালাই থাকবে না আর, কারণ বড় সিদ্ধান্তের পথে হাঁটল রেল (Indian Railways)। জানেন কী সিদ্ধান্ত নিয়েছে রেল? রেলের এই সিদ্ধান্তের ফলে আপনি কতটা কী লাভবান হবেন? তাহলে আর দেরী না করে ঝটপট পরে ফেলুন এই প্রতিবেদনটি।
আপনিও যদি নিত্য রেল যাত্রী হয়ে থাকেন, তাহলে আপনিও জানলে খুশি হবেন যে, এবার থেকে লোকাল ট্রেনের যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার কাজ শুরু হল। রেলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে শিয়ালদহ-বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে চলছে সিসিটিভি বসানোর কাজ। যাত্রী সাধারণের সুরক্ষার কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
শুধু রেল যাত্রীদের বললে অবশ্য ভুল হবে, রেলের এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের কথা ভেবেও নেওয়া হয়েছে। অনেক সময়েই শুনতে ও দেখতে পাওয়া যায়, চোখের সামনে, দিনে দুপুরে স্টেশনে চুরি, ছিনতাই-সহ একাধিক ঘটনা ঘটে যাচ্ছে। যদিও তথ্যপ্রমাণের অভাবে কিছুই করা যেত না। যদিও এবার এই সিসিটিভির জেরে অনেক অপরাধ দমানো যাবে বলে আশাবাদী রেল থেকে শুরু করে প্রশাসন।
কোন কোন স্টেশনে বসছে এই সিসিটিভিগুলি? তাহলে আপনাদের জানিয়ে দিই, অশোকনগর-হাবরা-গোবরডাঙ্গা-সহ লোকাল ট্রেনের গন্তব্য স্টেশন গুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ হতে চলেছে। রেল পুলিশ সূত্রে খবর, যাত্রীদের গতিবিধির ওপরেও কড়া নজর রাখা হবে এই সিসিটিভির মাধ্যমে।