আরও সুগম হবে চারধাম যাত্রা! ২৩ হাজার কোটি টাকা দিয়ে ভারতের দীর্ঘতম টানেল তৈরি করছে রেল

ভারতীয় রেল (Indian Railways) পথ ছুটে চলে পাহাড়, জঙ্গল, নদীর বুক চিরে। কখনও কখনও পাহাড়ের মধ্যে দিয়ে সুরঙ্গ কেটে তৈরি হয় রাস্তা। মাত্র কয়েকদিন আগেই অটল টানেল তৈরী করে রেকর্ড বানিয়েছে মোদী সরকার। দশ হাজার ফুট উচ্চতায় সবচেয়ে দীর্ঘতম টানেল তৈরি করে সরকার। এবার আরেক উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট শুরু করতে চলেছে সরকার। উত্তরাখণ্ডে এবার তৈরি করা হবে ভারতের (India) দীর্ঘতম রেলওয়ে টানেল।

১২৫.২০ কিমি লম্বা রেলপথের দ্বারা উত্তরাখণ্ডের ঋষিকেশ এবং কর্ণপ্রয়াগকে সংযুক্তকরা পাঁচটি জেলা দেরাদুন, তেহরি গাড়ওয়াল, পাউরি গাড়ওয়াল, রুদ্রপ্রয়াগ এবং চামোলি জুড়ে বিশাল আকারে এই প্রোজেক্ট শুরু করতে চলেছে সরকার। এই রেলরুটে পড়বে দেবপ্রয়াগ, শ্রীনগর, গৌচর, রুদ্রপ্রয়াগ, এবং কর্ণপ্রয়াগ এর মত গুরুত্বপূর্ণ শহর।

রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ওম প্রকাশ মালগুড়ি সোমবার ঘোষণা করেন যে, ২৯ শে আগস্ট রেল ট্র্যাকটির নির্মাণ শুরু হবে ঋষিকেশের কাছে বীরভদ্রে। এই প্রকল্পের জন্য সরকার প্রথমে ১৬,২১৬ কোটি টাকার বাজেট ধরলেও পরে পরিমাণ বাড়িয়ে ২৩,০০০ কোটি টাকা করেছে।

ঋষিকেশ এবং কর্ণপ্রয়াগের মধ্যেকার এই দীর্ঘ রেলপথের মধ্যে থাকবে মোট ১১টি স্টেশন। এছাড়া এখানে রেলপথের মোট ১০৫ কিমিই থাকবে টানেলের মধ্যে। ১২৫ কিমি লম্বা এই রেলপথের কাজ শেষ করার ডেডলাইন দেওয়া হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর। রেলপথটি তৈরি হয়ে গেলে বাইরের অঞ্চলের মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে এই রেলরুট।

এই রেলরুট তৈরি হয়ে গেলে দুই গুরুত্বপূর্ন তীর্থস্থান ঋষিকেশ এবং কর্ণপ্রয়াগের মধ্যে রেল সংযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে। আর তার কারণে উত্তরাখণ্ডের তীর্থস্থানগুলিতে আরো সহজেই মানুষ পৌঁছে যেতে পারবেন।

train

রেলের এই নয়া প্রজেক্ট উদ্বোধন হয়ে গেলে দেশের চার অতি পুণ্যস্থল গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথের মধ্যে যাত্রীদের যাতায়াত আরোই সহজ হয়ে উঠবে। আর এর ফলে পুণ্যার্থীরা সহজেই পৌঁছে যেতে পারবেন চারধামে। এছাড়া সেখানে বসবাসকারী সাধারন মানুষজনও ব্যাপকভাবে উপকৃত হবেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button