উত্তরবঙ্গ (North Bengal) যাওয়ার কথা ভাবলে কিছু খবর জেনে রাখা জরুরি। কারণ আগামী কয়েকদিনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে রেল (Indian Railways)। ট্র্যাকে কাজের জন্য এবং আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের জেরে কয়েকটি ট্রেন আপাতত বাতিলই থাকবে। আবার কিছু ট্রেনের পথ পরিবর্তন করে সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
দেখে নিন কোন কোন পথে ট্রেন বাতিল হয়েছে অথবা ট্রেন বাতিল হয়েছে :
১) ১৫৪৮৩ আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেসের সময় পরিবর্তন হয়েছে। প্রয়াগরাজ ডিভিশনের রুমা-চান্দেরি স্টেশনের মধ্যে নতুন তৃতীয় লাইনের ব্যবস্থার জন্য এমন পদক্ষেপ নিয়েছে রেল। আলিপুরদুয়ার থেকে ছাড়ার সময় ১০:৩০ এর বদলে করা হয়েছে ১৩:০০।
২) ৮ এপ্রিল রওনা দেওয়া ট্রেন নাম্বার ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবার শিয়ালদহর পরিবর্তে কলকাতা টার্মিনাল থেকে যাতায়াত করবে।
৩) ৮ তারিখেই আবার হলদিবাড়ি শিয়ালদহ দার্জিলিং মেল (১২৩৪৪) তার প্রস্থানের সময় ১৮:১৫ থেকে বদলে ২১:১৫ করেছে। একইদিনে নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (১২৩৭৮) ছাড়ার সময় ১৭:৪০ এর বদলে ১৯:৪০ করেছে
৪) ০৫৪২২ বালুরঘাট-মালদা টাউন স্পেশ্যাল ট্রেনটি ৮ তারিখ তার ছাড়ার সময় পরিবর্তন করে ১৮:৩০ এর জায়গায় ২২:৩০ করেছে।
এছাড়া খড়গপুর ডিভিশন থেকে চলা খড়গপুর জংশন-টাটা সেকশনের খেমাসুলিতে এবং আদ্রা-চাণ্ডিল জং. সেকশনের কুস্তাউরে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের জন্য বাতিল হয়েছে তাম্বারাম-শিলঘাট টাউন নগাঁও এক্সপ্রেস (১৫৬২৯), এবং নিউ তিনসুকিয়া জং-তাম্বারাম এক্সপ্রেস (১৫৯৩০)।