গোটা মার্চে হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করল রেল! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

পূর্ব রেলের (Eastern Railways) শাখায় হাওড়া থেকে চলাচল করা লোকাল ট্রেন (Local Train) চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মার্চ মাসের বেশিরভাগ সময়ই বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। লাইনে কাজ চলার কারণে এই সমস্যা হতে চলেছে।

যদিও কাজ শেষ হওয়ার পর সুবিধা মিলবে যাত্রীদের। লাইনের কাজ সম্পূর্ন হলে বাড়বে ট্রেনের গতি। সেজন্য ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখাতে হাওড়া ডিভিশনের EMU লোকাল ট্রেনগুলো বন্ধ থাকতে চলেছে।

দীর্ঘ এক মাস লোকাল ট্রেন বন্ধ থাকায় এই লাইনে লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল থাকা মানুষদের ভোগান্তি বাড়তে চলেছে। আসলে হাই স্পিড ট্রেনের জন্য ওভারহেড ইকুইপমেন্টের ট্র্যাক পরিবর্তন এবং আপগ্রেড করার জন্য সারা মাসজুড়েই লিলুয়া-বর্ধমান শাখায় কাজ চলবে।

local train

মঙ্গলবার দিন পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন সেকথা। চলুন দেখা যাক কোন ট্রেনগুলো বাতিল থাকছে,

১) হাওড়া থেকে চলাচল করা লোকাল ট্রেন নাম্বার 37611, 37815,37343, 36071, 37011, 36825, 36085 বাতিল করেছে রেল।

২) সারা মাস বাতিল থাকতে চলেছে বর্ধমান থেকে চলাচল করা ট্রেন নাম্বার 37834 এবং 37840।

৩) পান্ডুয়া থেকে চলাচল করা ট্রেন নাম্বার 37614 বাতিল হয়ে গিয়েছে।

৪) গুরাপ থেকে চলাচল করা 36072 নাম্বার ট্রেনটিও বাতিল করে দেওয়া হয়েছে।kolkata local trains pti

৫) তারকেশ্বর লাইনের 37354 নাম্বার ট্রেনটিও বাতিল করা হয়েছে।

৬) শ্রীরামপুর থেকে বাতিল করা হয়ছে 37012 নাম্বার ট্রেন।

৭) মশাগ্রাম লাইনে 36086 ট্রেনটি বাতিল করা হয়েছে রেলের তরফে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button